মার্কিন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য টিম ওয়াল্জ ১৩ জানুয়ারী বলেছেন, প্রেসিডেন্ট বুশের ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা কেবল ইরাকের পরিস্থিতিকে আরো জটিল করবে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও রাজনৈতিক পদ্ধতিতে ইরাক সমস্যার সমাধান করা উচিত।
ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি হিসেবে টিম ওয়ালজ ১৩ জানুয়ারী এক বেতার ভাষণে বুশের জবাবে বলেছেন, মার্কিন ভোটাররা গত বছর নভেম্বর মাসে জাতীয় কংগ্রেসের নির্বাচনে ইরাক যুদ্ধের দিক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। বুশের ইরাকে আরো বেশি সৈন্য পাঠানোর পরিকল্পনা কেবল ব্যাপারটি আরো অবনতিশীল করবে। এর ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্র আরো খারাপ হবে। এটা হচ্ছে ভুল পথে যাওয়ার পদক্ষেপ।
একই দিন এক সাপ্তাহিক বেতার ভাষণে বুশ বলেছেন, জাতীয় কংগ্র্রেসের অনেক সাংসদ তাঁর ইরাক সংক্রান্ত নতুন নীতির ওপর সন্দেহ পোষণ করছেন। সাংসদের নিজের মত প্রকাশ করার অধিকার রয়েছে। কিন্তু যারা নতুন নীতির বিরোধিতা করেন, তাঁদের আরেকটি সফল প্রস্তাব উত্থাপনের দায়িত্বও রয়েছে। কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা, কিন্তু কোন নতুন প্রস্তাব না দেয়া হচ্ছে দায়িত্বহীন।
|