১৩ জানুয়ারী চীনের কৃষি মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে, এ বছর চীনের কৃষি মন্ত্রণালয় অপেশাদারদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে ১ লাখ গ্রামীণ ব্যবহারিক ধীশক্তি গড়ে তুলবে।
কৃষি মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে, এ বছর চীনের ১০ হাজার গ্রামের মোট ৪ লাখ কৃষককে নতুন ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেয়া হবে। খাদ্যশস্যের উত্পাদন এলাকা ও শ্রম শক্তির প্রধান রপ্তানী অঞ্চলকে কেন্দ্র করে অব্যাহতভাবে গ্রামীণ শ্রমশক্তির স্থানান্তর সংক্রান্ত প্রশক্ষিণ প্রকল্প চালু হবে ।
তা ছাড়া, কৃষি মন্ত্রণালয় এ বছর তিব্বতের ৬০ হাজার পশুপালক পরিবারের জন্য সৌর শক্তি চুল্লি বসানো এবং সারা দেশের ২৬ লাখ কৃষক পরিবারের জন্য মিথেন-গ্যাস চুল্লী নির্মাণের পরিকল্পনা করেছে।
|