চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৩ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে বলেছেন, চীন এশিয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে সহযোগিতার নতুন পদ্ধতি নিয়ে গবেষণা করা এবং কৃষি, গণ স্বাস্থ্য, সংস্কৃতি , শিক্ষা ও পরিবেশ সুরক্ষাসহ নানা ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।
এশিয় উন্নয়ন ব্যাংকের গর্ভণর হারুহিকো কুরোদা ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ওয়েন চিয়া পাও বলেছেন, ১৯৮৬ সালে চীন এশিয় উন্নয়ন ব্যাংকে যোগদানের পর দু'পক্ষ জ্বালানি সম্পদ ও পরিবহনসহ নানা বুনিয়াদী ব্যবস্থা ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করেছে। চীন আশা করে, এশিয় উন্নয়ন ব্যাংক অব্যাহতভাবে চীনের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করবে। তিনি বলেছেন, চীন হচ্ছে এশিয়ার সহযোগিতাকারী সক্রিয় অংশগ্রহণকারী দেশ। চীন এশিয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করে সম্মিলিতভাবে আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। চীন সমতা ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে অন্য দেশের জন্য যথাসাধ্য সাহায্য দিয়ে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।
হারুহিকো কুরোদা বলেছেন, এই অঞ্চলের সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , এশিয় উন্নয়ন ব্যাংক তাকে গুরুত্ব দেয়। দারিদ্র বিমোচন ও এই অঞ্চলের অন্যান্য দেশের উন্নয়ন দ্রুততর করার ব্যাপারে সাহায্যদানসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, এশিয় উন্নয়ন ব্যাংক চীনের সার্বিক সমন্বয় ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে সহায়তা দেয় এবং আরো ব্যাপকভাবে চীনের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চায়।
|