চীন,জাপান,দক্ষিণ কোরিয়ার সপ্তম শীর্ষ সম্মেলন ১৪ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন এবং জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলন সভাপতিত্ব করেছেন। সম্মেলনের আগে তিনি বলেছেন, তিনটি দেশের রাজনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি পারস্পরিক আস্থাকে দৃঢ় করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে গভীর করা, সমৃদ্ধ সাংস্কৃতিকসম্পদ বিনিময় ও সম্প্রসারণ করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে সমন্বয় সাধন করা উচিত। এবারের সম্মেলনে এর জন্য বিস্ত্রৃত আলোচনা করা হবে।
তিনি আরো বলেছেন, এবারের সম্মেলনে তিন পক্ষ সহযোগিতাকে ত্বরান্বিত করা, এশীয় শান্তি ও সমৃদ্ধ প্রয়াসের অভিন্ন ইচ্ছা প্রকাশের উদ্দেশ্যে প্রথম যৌথ বিবৃতি ঘোষণা করা হবে।
|