চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ জানুয়ারী ফিলিপাইনের কেবুতে বলেছেন, নতুন বছরে চীন আসিয়ানের সঙ্গে "চীন-আসিয়ান স্মরণ শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতি" অনুযায়ী দু'পক্ষের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার ও স্বয়ংসম্পূর্ণ করতে ইচ্ছুক, যাতে দু'পক্ষের সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
দশম চীন ও আসিয়ান শীর্ষ সম্মেলনে ওয়েন চিয়া পাও ভাষণ দেয়ার সময় এ কথা বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন যে, দু'পক্ষের নেতাবৃন্দ পূর্ব এশিয়ার সহযোগিতাকে জোরদার করা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংসদ ফোরাম গঠন,জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে কৌশলগত মত বিনিময় করা, দু'পক্ষের পুঁজি বিনিয়োগ সংক্রান্ত চুক্তির আলোচনা দ্রুততর করা, আন্তঃদেশীয় অপরাধের ওপর আঘাত হানা, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ দেয়া,সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার করা এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে জোরদারের বিষয়গুলো বাস্ত্রবায়ন করা।
সম্মেলনের পর দু'পক্ষ "চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলে পরিসেবা ও বাণিজ্য সংক্রান্ত চুক্তি" স্বাক্ষর করেছে। এটি হচ্ছে চীন-আসিয়ান আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ক্ষেত্রের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য।
|