ফিলিস্তিন ও ইস্রাইল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১৩ জানুয়ারী বলেছেন, ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যে আলোচনা পুনরায় শুরুর উদ্দেশ্য হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়ন করা ।
তিনি জেরুজালেমে ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে আয়োজিত এক যৌথ সম্মেলনে বলেছেন, ইস্রাইল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থান শুধু একটি স্বপ্ন নয়, তা বাস্তবায়ন করা হবে ।
লিভনি বলেছেন, ফিলিস্তিনের দলগুলো কিছু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে । কিন্তু এর পাশাপাশি ইস্রাইলের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে ।
ইস্রাইলী কর্মকর্তা বলেছেন, রাইস এবং লিভনি ইস্রাইলের বিছিন্নকরণ দেয়াল নির্মাণের দ্বারা একটি অস্থায়ী সীমান্ত রেখার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ।
|