বিশ্ব ব্যাংকের এক সর্বশেষ রিপোর্ট অনুযায়ী , গত কয়েক বছরে আফ্রিকায় চীন ও ভারতের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে । এটা আফ্রিকার সাহারা অঞ্চলের দক্ষিণাংশের উন্নয়ন ও বিশ্বের অর্থনীতিতে এই অঞ্চলের অংশ নেয়ার জন্য দুর্লভ সুযোগ বয়ে এনেছে ।
১২ জানুয়ারী প্রকাশিত বিশ্ব ব্যাংকের এই রিপোর্টে বলা হয়েছে , গত কয়েক বছর ধরে আফ্রিকায় টেলি-যোগাযোগ , পর্যটন , কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ , বুনিয়াদি ব্যবস্থা ও পোষাকসহ চীন ও ভারতের প্রত্যক্ষ পুঁজি বিনিয়োগ বহুমুখী বিকাশ লাভ করেছে ।
খবরে প্রকাশ , আফ্রিকার সঙ্গে চীন ও ভারতের বাণিজ্যিক কর্মসূচী দ্রুত প্রসারিত হয়েছে । এটা আফ্রিকার রফতানির রকমারি বাড়ানো , আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন ও আফ্রিকার অভ্যন্তরীণ একীকরণ জোরদার করার জন্য বিরাট সুযোগ বয়ে আনবে ।
|