পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ১২ জানুয়ারী এক বিবৃতিতে একজন মার্কিন গোয়েন্দ তথ্য কর্মকর্তার তথ্যের ব্যাপারে " আল কায়েদা" সংস্থার সদস্যদের লুকিয়ে থাকার কথা অস্বীকার করেছে। এবং পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাস দমনে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
বিবৃতিতে আরো বলা হয়েছে, " আল কায়েদা" সংস্থার দমনের ব্যাপারে পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টা অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি । এর ওপর পাকিস্তানের অবদান সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইতোপূর্বেই স্বীকার করেছে।
জানা গেছে, পাকিস্তান " আল কায়েদা" সংস্থার সদস্যদের খুঁজে বেড়াচ্ছে। এটা পাকিস্তানের নিজের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের সম্পর্কিত। একই সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাস দমনের শক্তি হিসেবে পাকিস্তানও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুমকি অবসানের প্রচেষ্টা চলছে।
|