ভারতের প্রধানমন্ত্রী মনমোহন শিং ১৩ জানুয়ারী ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিত পঞ্চম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে অংশ নেন ।
স্বদেশ রওয়ানা হওয়ার আগে তিনি বলেছেন, এ দু'টি শীর্ষ সম্মেলনে অংশ নেয়া থেকে বোঝা যায় যে, ভারত পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইচ্ছুক । তিনি আশা করেন এবারের সম্মেলনের মাধ্যমে ভারত এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো উন্নত করা হবে ।
তিনি আরো বলেছেন, ভারত-আসিয়ান অবাধ বাণিজ্য চুক্তি দু'পক্ষের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ । তিনি এ সুযোগে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগী করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এ চুক্তি বাস্তবায়নের চেষ্টা করবেন । তিনি বলেছেন, পূর্ব এশিয়ার দেশসমূহের শীর্ষ সম্মেলন এ অঞ্চলের সহযোগিতা ও অর্থনীতির একীকরণকে ত্বরান্বিত করার ভালো সুযোগ এনে দেবে ।
|