আসিয়ানের ১২তম শীর্ষ সম্মেলন ১৩ জানুয়ারী সকালে ফিলিপাইনের কেবু প্রদেশের শাংগ্রীলা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আসিয়ানের ১০টি দেশের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নিয়েছেন।
আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোইয়ো উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন: " এ গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিলিপাইনে খুবই মর্যাদার সঙ্গে এবারের আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে দোহা রাউন্ড আলোচনা অচলাবস্থা থাকায় আমরা অব্যাহতভাবে বিশ্ব বাণিজ্যের ওপর আলোচনা করবো। পারমাণবিক অস্ত্রের বিস্তার সংক্রান্ত সমস্যার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত অবস্থানে দৃঢ়ভাবে অবিচল থাকতে হবে। অবশেষে, আমরা আসিয়ানের অবাধ বাণিজ্য এলাকা স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবো। আমরা বিশ্বাস করি, আসিয়ানের ভবিষ্যত নিশ্চয়ই উজ্জ্বল হবে।"
তিনি আরো বলেছেন, এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণভাবে আসিয়ানের উন্নয়ন, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করা হবে ।
১২তম আসিয়ানের শীর্ষ সম্মেলন নির্দিষ্টভাবে ২০০৬ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে টাইফুনের আঘাতের কারণে এ সম্মেলনের সময় পিছিয়ে যায়।
|