v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-13 17:41:43    
পাক-মার্কিন কৌশলগত সহযোগিতা সম্পর্ক গুরুত্বপূর্ণঃ মুশাররফ

cri

    পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পোছার সাক্ষাত্ ১২ জানুয়ারী করেছেন। সাক্ষাত্ কালে মুশাররফ জোর দিয়ে বলেছেন, পাক-মার্কিন সহযোগিতার সম্পর্ক হচ্ছে কৌশলগত দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। বহু ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতামূলক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন করা গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন । তিনি পুনরায় ঘোষণা করেছেন, পাকিস্তান চরমপন্থী ও সন্ত্রাসবাদকে আঘাত হানার অবস্থান থেকে নড়বে না।

 তা ছাড়া , মুশাররফ পাক-মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রের সহযোগিতার কথা গুরুত্ব সহকারে জোরালো ভাষায় উল্লেখ করেছেন।

 একই দিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মুশাররফ ও পোছার দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিষয়, বিশেষ করে আফগানিস্তান সম্পর্কিত আলোচ্যবিষয় নিয়ে বৈঠক করেছেন। দু'পক্ষ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে "পুনর্বাসন সুযোগ সংক্রান্ত বিশেষ অঞ্চল" প্রতিষ্ঠা করা, পাকিস্তান ফেডারেশনের কেন্দ্রীয় শাসিত সাম্প্রদায়িক অঞ্চলের টেকসই উন্নয়ন ত্বরান্বিতের জন্য সংশ্লিষ্ট সম্পদ সংগ্রহ করা এবং পাক-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ গভীরতর করাসহ নানা ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

 মুশাররফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের নিরাপত্তা রক্ষা করা হচ্ছে একটি অভিন্ন দায়িত্ব। সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য সমন্বয় জোরদার করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান অব্যাহতভাবে আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।

 বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে পোছার জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র মার্কিন-পাক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। তিনি বলেছেন, সন্ত্রাস দমন অভিযানে পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠ সহযোগিতা করেছে তার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা জানায়। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য পাকিস্তান অবদান রেখেছে বলেও তার প্রশংসা করে।