চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৩ জানুয়ারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিয়ানমার বিষয়ক সিদ্ধান্তের ওপর এক সাক্ষাত্কারে বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ নয়। নিরাপত্তা পরিষদে মিয়ানমারের ওপর গৃহিত সিদ্ধান্তে নিরাপত্তা পরিষদের ভূমিকার অবমূল্যায়ন হয়নি।
১৩ জানুয়ারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মায়ানমারের ওপর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছে।
লিউ চিয়েন ছাও বলেছেন, মিয়ানমারের প্রতিবেশী রাষ্ট্র ,আসিয়ান ও জোটনিরপেক্ষ দেশসহ আন্তর্জাতিক সমাজের বেশির ভাগ সদস্য দেশ মনে করে, মিয়ানমারের পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ব্যাপারে হুমকী স্বরূপ নয়।
তিনি আরো বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা,জাতীয় অর্থনীতির সুষম উন্নয়ন বাস্তবায়নের লক্ষে মিয়ানমারের স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের অভিন্ন স্বার্থ সংগতিপূর্ণ । এর জন্য চীন গঠনমূলক ভূমিকা পালন করবে। এর পাশাপাশি চীন আশা করে, মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় আরো সাড়া দেবে।
|