১২ জানুয়ারী চীনের জাতীয় সমুদ্র ব্যুরো সূত্র থেকে জানা গেছে , সামুদ্রিক জলোচ্ছ্বাসের অগ্রিম সতর্কবাণী উচ্চারণ ও পর্যবেক্ষণের লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে চীন আরো বেশি সামুদ্রিক জলোচ্ছ্বাস পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করবে ।
১২ জানুয়ারী চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর প্রকাশিত " চীনের সামুদ্রিক বিপর্যয় ২০০৬" নামক একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে , যেহেতু চীনের অধিকাংশ উপকূলীয় সাগরগুলো প্রশান্ত মহাসাগরের ভূকম্পস্থলে অবস্থিত, সেহেতু একবার গুরুতর ভূমিকম্পজনিত জলোচ্ছ্বাস দেখা দিলে , চীনের উপকূলীয় অঞ্চলগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে । জাতীয় সমুদ্র ব্যুরোর সামুদ্রিক পরিবেশ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন , এখন সারা দেশে প্রায় ৯০টি সামুদ্রিক জলোচ্ছ্বাস পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং আগামী দু' বছরের মধ্যে এ রকম আরো কিছু সংখ্যক কেন্দ্র স্থাপন করা হবে।
|