 চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান মা খাই ১২ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , গত বছর চীনের অভ্যন্তরীন মোট উত্পাদন মূল্য ২০ ট্রিলিয়ং রেনমিনপি দাঁড়াবে বলে অনুমাণ করা হচ্ছে । এটা আগের বছরের চেয়ে ১০.৫ শতাংশ বেশি ।
এই দিন এক সভায় মা খাই বলেছেন , গত বছর চীনের জাতীয় অর্থনীতিতে দ্রুতও স্থিতিশীলভাবে উন্নয়ন প্রবনতা দেখা দিয়েছে । অর্থনীতির কিছু প্রকট দ্বন্দ্বও প্রশমিত হয়েছে । গত বছরের দ্বিতীয়ার্ধে চীনের স্থিরীকৃত সম্পত্তিতে অর্থবিনিয়োগ স্থিতিশীলভাবে কিছুটা হ্রাসপেয়েছে ।
তিনি বলেছেন , এ বছর চীন সার্বিক ক্ষেত্র নিয়ন্ত্রণ জোরদার করবে এবং অব্যাহতভাবে অর্থনৈতিক উন্নয়নের সুপ্রবনতা সম্প্রসারিত করতে থাকবে । তিনি জোর দিয়ে বলেছেন , চীন স্থিতিশীল মুদ্রানীতি কার্যকর করবে , স্থিরীকৃত সম্পত্তিতে অর্থবিনিয়োগ নিয়ন্ত্রণকে আরও জোরদার করবে , নাগরিকদের ব্যয় সম্প্রসারিত করবে এবং নাগরিকদের আয় বাড়াবে ।
২০০৫ সালে চীনের অভ্যন্তরের মোট উত্পাদন মূল্য ১৮ ট্রিলিয়ং রেনমিনপি ছাড়িয়েছে । এটা ২০০৪ সালের চেয়ে ৯.৯ শতাংশ বেশি ।
|