v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-12 18:27:43    
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের ফিলিপাইন যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে

cri
    ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া মেকাপাগাল আরোয়োর আমন্ত্রনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৩ জানুয়ারী ফিলিপাইনে যাবেন । সেখানে তিনি আসিয়ানের নেতৃবৃন্দের তিনটি সম্মেলনে অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছুই থিয়েন খাই প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সফরসঙ্গী হিসেবে ফিলিপাইনে যাবেন । তিনি বলেছেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আসন্ন সফরের চীন ও আসিয়ানের সম্পর্ক আর চীন ও ফিলিপাইনের সম্পর্ক উন্নয়ন এবং পূর্ব এশিয়ার সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

    পূর্ব এশিয়ার দেশগুলোর নেতৃবৃন্দের তিনটি সম্মেলন গত বছরের ডিসেম্বর মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । প্রবল টাইফুনের কারণে এ তিন সম্মেলন চলতি বছরের জানুয়ারী মাসে অনুষ্ঠিত হচ্ছে।

    আসিয়ানের সদস্য দেশ ও চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের প্রথম সম্মেলন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয় । ফিলিপাইনের কুরোদা শহরে অনুষ্ঠিতব্য বর্তমান সম্মেলনে প্রধানতঃ গত দশ বছরে আসিয়ানের দশটি দেশ এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতার কথা স্মরণ করা হবে , নতুন পরিস্থিতিতে এই সহযোগিতা আরো সুসংবদ্ধ ও বাড়ানোর বিষয় আলোচনা করা হবে এবং এ সম্মেলনে অংশগ্রহণকারী ১৩টি দেশ নিয়ে পূর্ব এশিয় কমিউনিটি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মতবিনিময় করা হবে । চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছুই থিয়েন খাই সম্মেলনে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের বলেছেন , সম্মেলনে গত বছর আসিয়ান দেশগুলো এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় অর্জিত অগ্রগতির চীন উচ্চ মূল্যায়ন করবে , নতুন পরিস্থিতিতে পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা আরো বাড়ানোর প্রস্তাব পেশ করবে । প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জোর দিয়ে উল্লেখ করবেন যে চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসিয়ান দেশগুলোর সহযোগিতার দশম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সহযোগিতা বাড়ানোর নতুন পরিকল্পনা প্রনয়ন করতে হবে এবং এ ১৩টি দেশ নিয়ে পূর্ব এশিয় কমিউনিটি প্রতিষ্ঠিত করতে হবে ।

    গত বছর ছিল চীন ও আসিয়ানের মধ্যে সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী । এ উপলক্ষে গত বছরের ৩১ অক্টোবর চীনের কুয়াং সি স্বায়তশাসিত অঞ্চলের রাজধানী নাননিন শহরে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয় । প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও আসিয়ান দেশগুলোর নেতারা এই শীর্ষ সম্মেলনে অংশ নেন । জানা গেছে , কুরোদাতে অনুষ্ঠিতব্য দশম চীন- আসিয়ান শীর্ষ সম্মেলনে সহযোগিতা বাড়ানোর বাস্তব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে । আসন্ন শীর্ষ সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে ।

    ২০০৫ সালের শেষ দিকে মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাম্পুরে প্রথম পূর্ব এশিয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয । আসিয়ানের দশটি সদস্য দেশ এবং চীন , জাপান , দক্ষিণ কোরিয়া ,অষ্ট্রেলিয়া , ভারত ও নিউজিল্যান্ডের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নেন । ছুই থিয়েন খাই বলেছেন , আসন্ন সম্মেলনে জ্বালানী সম্পদের নিরাপত্তা ও পূর্ব এশিয় সহযোগিতায় গঠনমূলক ভূমিকা বাড়ানো নিয়ে চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে মতবিনিময় করবে এবং জ্বালানী সম্পদ , বার্ড ফ্লু , ব্যাংকিং ব্যবস্থা , শিক্ষা , প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো ইত্যাদি বিষয়ে প্রস্তাব পেশ করবে ।

    ফিলিপাইন সফরকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দের সপ্তমসম্মেলনে সভাপতিত্ব করবেন । এ সম্মেলনে তিন পক্ষের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হবে এবং রাজনীতি , অর্থনীতি এবং বাণিজ্য, সংস্কৃতি ক্ষেত্রে তিনটি দেশের বিনিময় ও সহযোগিতা বাড়ানো নিয়ে চীন নতুন প্রস্তাব পেশ করবে ।

    আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে তিনটি সম্মেলন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ফিলিপাইনে আনুষ্ঠানিক সফর করবেন এবং প্রেসিডেন্ট আরোয়োর সঙ্গে বৈঠক করবেন । চীন ও ফিলিপাইনের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য , অবকাঠামো নির্মান ও পুরাকীর্তি সংরক্ষন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে ।