এশিয় উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , এশিয় উন্নয়ন ব্যাংকের ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান বিষয়ক বিভাগ উত্তর পূর্ব চীন অঞ্চলের তহবিল, বুনিয়াদী ব্যবস্থা সহ নানা প্রকল্পের অর্থ সংগ্রহ কাজ জোরদার করবে এবং উত্তর পূর্ব এশিয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অন্যান্য পূঁজি ও সংস্থার জোগদানে উত্সাহ যোগাবে ।
সম্প্রতি উত্তর পূর্ব চীনের হার্বিন শহরে অনুষ্ঠিত এক অর্থবিনিয়োগ ও সহযোগিতা সম্মেলনে চীনস্থএশিয় উন্নয়ন ব্যাংকের ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান বিষয়ক বিভাগের কর্মকর্তা ওয়াং ইউয়ান ইউয়ান বলেছেন , চীনে এশিয় উন্নয়ন ব্যাংকের ব্যক্তিগত বিভাগের দুটি প্রধান কাজ রয়েছে । এক, বিদ্যুত, জ্বালানি শক্তি , সড়ক পথ , বন্দর সহ বিভিন্ন বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ । দুই , ব্যাংক , ভাড়া দেয়া , বীমা ও শিল্প প্রতিষ্ঠায় অর্থবিনিয়োগকে প্রধান হিসেবে অর্থপূঁজি বাজার প্রকল্প । পরবর্তীকালে এশিয় উন্নয়ন ব্যাংক সর্বাধিকভাবে উত্তর পূর্ব চীন সহ বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান, রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠানকে সমর্থন করবে এবং এশিয় উন্নয়ন ব্যাংকের ঋণ ও আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ চালাবে ।
এশিয় উন্নয়ন ব্যাংকের চীনের ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান বিষয়ক বিভাগ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় । এ পর্যন্ত এই বিভাগ ১৮টি ব্যক্তিগত বিভাগের প্রকল্পে মোট ৭৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে ।
|