১১ জানুয়ারী সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন আহমেদ জরুরী অবস্থা জারি করার পর বাংলাদেশ সরকার সংবাদ মাধ্যমের উপর পর্যালোচনামূলক ব্যবস্থানেয়ার কথা ঘোষণা করেছে ।
১২ জানুয়ারী বাংলাদেশ সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বাংলাদেশের তথ্য বিভাগের অধীনস্থ তখ্য ব্যুরো টেলিফোনের মাধ্যমে সবকটি সংবাদপত্র, বেতার ও টেলিভিশন কেন্দ্রকে জানিয়েছে যে , এ সব গণ মাধ্যমকে বিশ্লেষক প্রবন্ধ প্রকাশ বা যে কোনো ট্যক শো অনুষ্ঠান প্রচার নিষিদ্ধ করা হয়েছে । তথ্য ব্যুরোবাংলাদেশের সব গণ মাধ্যমকে গণ সমাবেশ , মিছিল এবং প্রাসঙ্গিক ছবি , বিশেষ রিপোর্ট সহ সরকার এবং প্রাসঙ্গিক তত্পরতার সমালোচনা করার যে কোনো খবর প্রকাশ না করার দাবীও জানিয়েছে ।
বাংলাদেশের তথ্য ব্যুরোরএক কর্মকর্তা বলেছেন , সরকার শিগ্গিরই প্রাসঙ্গিক লিখিত আদেশ জারি করবে ।
|