২০০৬ সালে দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়েন প্রদেশের বৈদেশিক বাণিজ্যের দ্রুত উন্নয়ন হয়েছে । এর আমদানি ও রপ্তানি মূল্য ৬২.৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে । এটা ২০০৫ সালের অনুরূপ সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি ।
২০০৬ সালে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান ফুচিয়েন প্রদেশের রপ্তানি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণপ্রধানশক্তিতে পরিণত হয়েছে । গোটা প্রদেশের রপ্তানির বৃদ্ধিতে এর অবদানের হার ৫০ শতাংশে দাঁড়িয়েছে । বৈদ্যুতিক যন্ত্রপাতি ও হাইটেকের পণ্যদ্রব্য রপ্তানিতে প্রধান স্থান অধিকার করেছে ।
এখন যুক্তরাষ্ট্র, ই ইউ , জাপান , তাইওয়ান ও আসিয়ান যথাক্রমে ফুচিয়েনের প্রথম , দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বৃহত্তম বাণিজ্যিকঅংশিদার । যুক্তরাষ্ট্র ফুচিয়েনের বৃহত্তম বাণিজ্যিক অংশিদার এবং প্রথম বৃহত্তম রপ্তানী বাজারে পরিণত হয়েছে । পক্ষান্তরেতাইওয়ান এখনো ফুচিয়েনের বৃহত্তমআমদানি উত্স ।
|