চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ১২ জানুয়ারী ফিলিপাইনের সেবু শহরে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার তৃপক্ষীয় কমিশনের চতুর্থ সম্মেলন সভাপতিত্ব করেছেন এবং পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের কর্ম মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন ।
লি চাও শিং বলেছেন , চীন , জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা তিন'দেশের জনগণ ও আঞ্চলিক শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সহায়ক । বর্তমানে তিন দেশের সম্পর্ক উন্নয়নে নতুন প্রবণতা দেখা যাচ্ছে । তিন দেশের উচিত সুযোগ আকড়ে ধরে রাজনৈতিক আস্থা জোরদার করা , আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নত করা এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারণ করা ।
পূর্ব এশিয় শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীরদের কর্ম মধ্যাহ্ন ভোজে লি চাও শিং বলেছেন , চীন প্রথম শীর্ষ সম্মেলনে জানানো সব আহ্বান ধাপে ধাপে বাস্তবায়ন সমর্থন করে এবং জ্বালানী সম্পদ , অর্থ , শিক্ষা , বার্ড-ফ্লু রোধ করা এবং দুর্যোগ কমানোকে পাঁচটি প্রধান বিষয় হিসেবে তাড়াতাড়ি বাস্তবায়ন করা সমর্থন করে ।
|