ইইউ কমিশনের চেয়ারম্যান দুরাও বারোসো ১১ জানুয়ারী বলেছেন , ইইউ চীনের কাছে অস্ত্র বিক্রীর নিষেধাজ্ঞা বাতিল করার চেষ্টা করবে , যদিও তা তাড়াতাড়ি সম্ভব হবে না ।
আরোসো ব্রাসেলস সফররত জাপানের প্রধানমন্ত্রী আবে সিন্জোর সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বারোসো বলেছেন , চীনের কাছে অস্ত্র বিক্রীর নিষেধাজ্ঞা বাতিল করা হবে কিনা ইইউ'র সদস্য দেশগুলো সে বিষয়ে সিদ্ধান্ত নেবে । ইইউ'র সদস্য দেশগুলো চীনের কাছে অস্ত্র বিক্রীর নিষেধাজ্ঞা বাতিল করার বিষয় নিয়ে পরামর্শ করবে । সংশ্লিষ্ট প্রযুক্তিগত আলোচনাও চলছে ।
ইইউ'র সদর দপ্তর সফর করার সময় আবে সিন্জো ইইউ'র প্রতি চীনের কাছে অস্ত্র বিক্রীর নিষেধাজ্ঞা তুলে না নেয়ার দাবি জানিয়েছেন ।
|