v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-11 21:33:36    
উন্নতিশীল চীনের সাশ্রয়ী হোটেল(ছবি)

cri

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাশ্রয়ী হোটেল ব্যবস্থার দ্রুত উন্নয়ন ঘটেছে। উন্নত ব্যবসার চিন্তাধারণা ও পরিচালনা পদ্ধতির অধিকারী কিছু শিল্পপ্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে মুনাফা অর্জনের পর্যায়ে প্রবেশ করেছে। আরো কিছু শিল্পপ্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে বিদেশে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে এবং সারা বিশ্বের পুঁজি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

 সাশ্রয়ী হোটেল মানে এক ধরনের ব্যয় সাশ্রয়ী হোটেল। সাশ্রয়ী হোটেল আর ঐতিহ্যিক তারকা হোটেল ও নিম্ন মানের সস্তা হোটেলের সঙ্গে স্পষ্ট পার্থক্য আছে। তারকা হোটেল বিলাসী ও পরিপূর্ণ সাজসরঞ্জামের ওপর বেশি গুরুত্ব দেয়। এর ফলে ভাড়া বেশি হয়। সস্তা হোটেলের অবস্থা সাদামাটা। দাম সস্তা হলেও অনেক সময় আরাম প্রিয় অতিথিদের দাবি মেটাতে পারে না। কিন্তু সাশ্রয়ী হোটেল প্রতিষ্ঠার দিন থেকে এগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অতিথিদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও একটি আরামদায়ক বিছানা সরবরাহ করা। এ কারণেই অতিথিদের কাছে এই হোটেলের ব্যাপক চাহিদা রয়েছে।

 গত শতাব্দীর শেষ দিকে সাশ্রয়ী হোটেল প্রথমে চীনের শাংহাই শহরে প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক দু'বছরে চীনের সাশ্রয়ী হোটেলের সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির সাম্প্রতিক জরীপে জানা গেছে, গত বছরের শেষ দিক পর্যন্ত চীনে মোট ৫০টি সাশ্রয়ী হোটেলের চেইন শিল্পপ্রতিষ্ঠান ছিলো। ৬০০টিরও বেশি সাশ্রয়ী হোটেলে ৫০ হাজারেরও বেশি রুম।

 ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিনচিয়াং ইন হচ্ছে বর্তমানে চীনের সাশ্রয়ী হোটেলের সবচেয়ে বড় চেইন শিল্পপ্রতিষ্ঠান। তত্কালীন অধিকাংশ চীনা লোকের সাশ্রয়ী হোটেল সম্পর্কে তেমন ধারণা ছিলো না। কিন্তু চিনচিয়াং গোষ্ঠি সুযোগ আঁকড়ে ধরে চীনের প্রথম সাশ্রয়ী হোটেল --- চিনচিয়াং ইন লিমিটেড কোম্পানি স্থাপন করেছে। এই কোম্পানির বাজার বিভাগের মহা নির্দেশক চাং জেন এই হোটেল প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্বন্ধে বলেছেন,

 "প্রথমে চিনচিয়াং ইন কর্তৃপক্ষবিদেশের উন্নত মানের সাশ্রয়ী হোটেলগুলো পরিদর্শন করেন। সেই সময় চীনে প্রধানতঃ তারকা হোটেল প্রচলিত ছিল। আমরা বাজারের এই শূন্যতা আবিষ্কার করেছি। সুতরাং চিনচিয়াং ইন এই বাজারে প্রবেশ করেছে। প্রায় দশ বছর প্রচেষ্টার পর আমরা উপলব্ধি করেছি যে, চিনচিয়াং ইন সঠিক পথে এগিয়ে যাচ্ছে।"

 এখন চীনে সবচেয়ে দ্রুত উন্নীত সাশ্রয়ী হোটেলের চেইন শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম --- হোম ইন অন্য পদ্ধতিতে বাজারে প্রবেশ করেছে। হোম ইন এর গণ সংযোগ ম্যানেজার ইয়ে বিন শি সংবাদদাতাকে বলেছেন, "আমাদের প্রতিষ্ঠাতা চিয়াংকুও হোটেলে সাশ্রয়ী হোটেলের প্রাথমিক রূপ দেখেছেন। তাঁদের পরিচালনার উপায়ও মন্দ নয়। তাদের সঙ্গে সহযোগিতা করলে তাড়াতাড়ি বাজারে প্রবেশ করা যায়। এবং তাদের হাতে প্রচুর জনশক্তিও ছিলো। এ সহযোগিতা হচ্ছে এক ধরণের নবায়ন ও উদ্ভাবন।"

 উল্লেখ্য যে, চিয়াংকুও হোটেলের রাজধানী পর্যটন আন্তর্জাতিক গোষ্ঠির চেইন শিল্পপ্রতিষ্ঠানের ট্রেডমার্ক ছিল। রাজধানী পর্যটন আন্তর্জাতিক গোষ্ঠি চীনের একটি বিরাট আকারের রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠান এবং সবচেয়ে বেশি স্থাবর সম্পত্তি থাকা একটি হোটেল গোষ্ঠি ছিল। ২০০২ সালের জুন মাসে হোম ইন রাজধানী পর্যটন গোষ্ঠির সঙ্গে সহযোগিতা শুরু করে। প্রথমে চারটি চিয়াংকুও হোটেল হোম ইনে পরিণত হয়েছে।

 চিনচিয়াং ইন অনেক অপ্রয়োজনীয় বিনোদন ও সম্মেলন সংক্রান্ত সাজসরঞ্জাম বাতিল করেছে। সেখানের অতিথি রুমগুলো পরিষ্কার, আরাম ও নিরাপদ। এভাবে তারা অতিথিদের আবাসনের মূল চাহিদা মেটাতে পেরেছে এবং ব্যবসার ব্যয় অনেক কমেছে।

 ১৯৯৭ সালে চিনচিয়াং ইন প্রতিষ্ঠার তিন মাস পর অতিথিরা ৯০ শতাংশ রুম ভাড়া করে। ২০০৩ সালে চিনচিয়াং গোষ্ঠি শাংহাইয়ের আরেকটি পর্যটন শিল্পের প্রভাবশালী সিনইয়া গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হয়ে চিনচিয়াং আন্তর্জাতিক গোষ্ঠি লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এখন চীনে চিনচিয়াং ইনের অধীনে ১০০টিরও বেশি হোটেল আছে, মোট ১০ হাজার অতিথি রুম আছে।

 চিনচিয়াং আন্তর্জাতিক গোষ্ঠি লিমিটেড কোম্পানির বাজার বিভাগের মহা নির্দেশক চাং জেন চিনচিয়াং গোষ্ঠির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে বলেছেন, "২০০৭ সাল শেষ হওয়ার আগে আমরা আরো ২৫০টি হোটেল খুলবো। পরবর্তী পাঁচ বছরের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় ৮০০টি নতুন হোটেল খোলা। আমাদের উদ্দেশ্য হচ্ছে অতিথিদের জন্য সবচেয়ে পেশাগত সাশ্রয়ী হোটেল পরিসেবা দেয়া।"

 হোম ইনের উন্নয়নের প্রবণতাও খুব ভালো। ২০০৬ সাল পর্যন্ত হোম ইনের প্রথম চারটি হোটেল থেকে বেড়ে বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে মোট ১০০টিরও বেশি চেইন হোটেল প্রতিষ্ঠিত হয়েছে। হোম ইন চার বছরে চিনচিয়াং ইন এর দশ বছরের পথ এগিয়েছে।

 চীনের হোটেল শিল্প সমিতির উপ-মহাসচিব চাং মিন হো সাক্ষাত্কারে বলেছেন, "এখন চীনের হোটেল শিল্প সমিতি কিছু বড় বড় সাশ্রয়ী হোটেলের সঙ্গে এই শিল্পের মানদন্ডের খসড়া করছে এবং নিয়মমাফিক হোটেল স্থাপন করেছে। যাতে চীনের সাশ্রয়ী হোটেল শিল্প প্রশাসনের পেশাদারী মনোভাব সৃষ্টি করা যায়। অনুমান অনুযায়ী , এই মানদন্ড আগামী বছর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।"

 জানা গেছে, চীন সরকার সাশ্রয়ী হোটেল উন্নয়নের ওপর গুরুত্ব ও মনোযোগ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, জোরালোভাবে সাশ্রয়ী হোটেল উন্নয়ন করবে। কারণ সাশ্রয়ী হোটেলের উন্নয়ন মধ্য ও নিম্ন হোটেল বাজারের চাহিদা মেটাতে পারে, এবং কর্মসংস্থান ত্বরান্বিত ও অর্থনীতি সমৃদ্ধ করা যায়।