v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-11 21:02:21    
ইরাক নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি সুবিন্যস্তঃ বুশ(ছবি)

cri

 মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ১০ জানুয়ারী এক টেলিভিশন ভাষণে ইরাক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত পরিকল্পনা ঘোষণা করেছেন। এর প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানো ও ইরাকের পুনর্বাসনে সাহায্য জোরদার করা ইত্যাদি। তিনি আশা করেন, এর মাধ্যমে ইরাকে নিরন্তরভাবে অবনতি হওয়া সহিংস তত্পরতা দমন করা যাবে।

 ১০ জানুয়ারী বুশ ২০ মিনিট টেলিভিশন ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে আরো ২০ হাজার জন সৈন্য পাঠাবে, যাতে স্থানীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরাকের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করা যায়। তিনি বলেছেন, "আমি ইরাকে আরো ২০ হাজারেরও বেশি সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি । এর মধ্যে পাঁচটি যুদ্ধ ব্রিগেড বাগদাদে যাবে। তারা ইরাক বাহিনীতে যুক্ত হয়ে ইরাকের সৈনিকের সঙ্গে লড়াই করবেন।"

 নতুন পরিকল্পনা অনুযায়ী , যুক্তরাষ্ট্রের প্রথম কিস্তির অতিরিক্ত বাহিনী জানুয়ারী মাসের শেষ দিকে ইরাকে যাবে। এই নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বুশ আগামী মাসে জাতীয় কংগ্রেসের কাছে বার্ষিক বাজেট রিপোর্ট দাখিল করার সময় ৬৮০ কোটি মার্কিন ডলার বাজেট আবেদন করবেন। এর মধ্যে ৫৬০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত বাহিনী পাঠানোর জন্য, ১২০ কোটি মার্কিন ডলার ইরাকের পুনর্বাসন প্রকল্পের জন্য।

 ভাষণে বুশ প্রথম বার স্বীকার করেছেন , ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ভূল করেছে এবং তিনি এর জন্য নিজ দায়িত্বের কথা স্বীকার করেছেন । তিনি বলেছেন, "এর আগে আমাদের বাগদাদের নিরাপত্তা রক্ষা চেষ্টা ব্যর্থ হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে , এক , ইরাকের নিরাপত্তা রক্ষার জন্য যথেষ্ঠ পরিমাণ ইরাকী ও মার্কিন বাহিনী ছিল না। দুই, বাহিনী কর্তব্য পালন করার সময় অনেক রাজনৈতিক ও সাম্প্রদায়িক হস্তক্ষেপের শিকার হয়েছে। আমাদের সামরিক অভিযানে অনেক সীমাবদ্ধতা ছিলো।"

 ইরাকের বিশৃঙ্খল পরিস্থিতি মার্কিন সরকারকে বিরাট চাপে ফেলেছে। একই দিনে বুশ আরেকবার ইরাক সরকারকে নির্দিষ্ট সময়সীমায় নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নির্ধারিতলক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, "আমি প্রধানমন্ত্রী নোরি আল-মালিকি ও ইরাকের অন্যান্য নেতৃবৃন্দের কাছে বলেছি, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সময় সীমাহীন নয়। যদি ইরাক সরকার তাদের প্রতিশ্রুত বাস্তবায়ন করতে না পারে, তারা মার্কিন জনগণ ও ইরাকী জনগণের সমর্থন হারাবে।"

 বুশ মনে করেন, ইরাক সরকারের নভেম্বর মাসের আগে ইরাকের সকল প্রদেশের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে উচিত।

   ইরাকে মোতায়েন মার্কিন সৈন্য 

    মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি অতিরিক্ত বাহিনী পাঠানোর তীব্র বিরোধীতা করেছে। বুশ হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন বাহিনী যদি এখন ইরাক থেকে প্রত্যাহার করা হয়, তাহলে ইরাক সরকারের পতন হবে। ইরাকের খন্ডবিখন্ড হয়ে যাওয়া এবং ব্যাপক হত্যাকান্ড ঘটার সম্ভাবনা আছে।

 যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরাকে অতিরিক্ত বাহিনী পাঠানোর তীব্র বিরোধিতা রয়েছে। খবরে জানা গেছে, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির অধিকাংশ সাংসদ মনে করেন, এর ফলে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র আরো গভীর সংকটে পড়বে। তাঁরা পরিকল্পনা করছেন , বুশের অতিরিক্ত বাহিনী পাঠানোর প্রস্তাব নিয়ে জাতীয় কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নেবেন , যাতে বুশ সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায়।

 এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। ৩০০০'রও বেশি মার্কিন সৈন্য ইরাকে নিহত হয়েছে। মার্কিন তথ্য মাধ্যম উল্লেখ করেছে , চার বছর স্থায়ী রক্তক্ষয়ী ইরাক যুদ্ধের পর বুশের এবারের বক্তৃতা সম্ভবত ইরাক সমস্যা সংক্রান্ত মার্কিন জনগণের কাছে বুশের দাখিল করা সর্বশেষ রণনৈতিক পরিকল্পনা ।