জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১০ জানুয়ারী বাংলাদেশের পরিস্থিতি সংক্রান্ত একটি বিবৃতিতে বিভিন্ন পক্ষের প্রতি স্বদেশের শান্তি, গণতন্ত্র ও জীবনের দুর্ভোগ সমস্যা সমাধানের পদ্ধতি খোঁজার আহ্বান জানিয়েছেন।
তিনি বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংঘর্ষ এ দেশের নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। জাতিসংঘ বাংলাদেশকে নির্বাচনের জন্য দেয়া যেকোন সাহায্য এবং ঢাকায় নির্বাচন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমঝোতা অফিস বন্ধ করেছে।
বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতির আরো অবনতি হওয়ার ওপর দৃষ্টি সজাগ রাখা, বিভিন্ন পক্ষকে সহিংস ঘটনা এড়ানো তাগিদ দেয়া ও সেল বাহিনীকে নিরপক্ষে অবস্থানে অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে।
|