ইরানের তথ্য মাধ্যম ১১ জানুয়ারী জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দু'জন পরীক্ষক ইরানে পৌঁছেছেন এবং ইরানের পারমাণবিক সাজসরঞ্জামের নিয়মিত পরীক্ষা শুরু করেছেন।
খবরে বলা হয়েছে, এই দু'জন পরীক্ষক ৯ জানুয়ারী ইরানে পৌঁছেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁরা ইরানে এক সপ্তাহ থাকবেন। তাঁরা "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির" সংশ্লিষ্ট নিশ্চয়তাবিধান চুক্তি অনুসারে ইরানের পারমাণবিক সাজসরঞ্জাম নিয়মিত পরীক্ষা করবেন। এখন তাঁরা এসফাহানের ইউরেনিয়াম সাজসরঞ্জাম পরীক্ষা করেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানকে শাস্তিমূলক ব্যবস্থা দেয়া সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের পর ইরানের সংসদ ২০০৬ সালের ২৭ ডিসেম্বর গৃহীত এক বিলে বলা হয়েছে, ইরান সরকার "ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রয়োগ পরিকল্পনা দ্রুত ত্বরান্বিত করার দায়িত্বে আছে এবং অবিলম্বে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার নীতি সংশোধন করবে।" কিন্তু এখন পর্যন্ত ইরানের কর্মকর্তারা বলছেন যে, ইরানের "পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি" থেকে সরে যাওয়ার পরিকল্পনা নেই।
|