চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১১ জানুয়ারী পেইচিংয়ে ইসরাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্তের সঙ্গে বৈঠককালে বলেছেন , চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সার্বিক , ন্যায় ও স্থিতিশীলভাবে মধ্য-প্রাচ্য সমস্যা সমাধানের জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে ।
মধ্য-প্রাচ্য পরিস্থিতি সম্বন্ধে হু চিন থাও বলেছেন , যত তাড়াতাড়ি সম্ভব মধ্য-প্রাচ্য সমস্যা সমাধান করা , মধ্য-প্রাচ্যের দীর্ঘস্থায়ী নিরাপত্তা বাস্তবায়ন করা হল এ অঞ্চলের জনগণের আকাঙ্খা ও আন্তর্জাতিক সসম্প্রদায়ের অভিন্ন আশা । চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষ শান্তিমূলক সহাবস্থানের লক্ষ্যে সংলাপের মাধ্যমে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব ও ভূমির বিনিময়ে শান্তি অর্জনের নীতি অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা চালাবে ।
ওলমার্ত বলেছেন , ইসরাইল মধ্য-প্রাচ্য সমস্যায় চীনের ন্যায়সংগত অবস্থানের প্রশংসা করে । ইসরাইল আশা করে চীন সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য ইতিবাচক প্রচেষ্টা চালাবে ।
দু'পক্ষ চীন-ইসরাইল সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত , অর্থ-বাণিজ্য , বিজ্ঞাণ , কৃষি ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
|