চীনের গণ প্রশাসনিক দফতরের উপ-মন্ত্রী লি লিকুও ১১ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন অধিকতরভাবে আগাম সতর্কতা ব্যবস্থা ও পর্যবেক্ষণ সতর্কবাণী ব্যবস্থার প্রতিষ্ঠা জোরদার করবে।
রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা ও পর্যবেক্ষণ সতর্কবাণী ব্যবস্থার প্রতিষ্ঠা চীনের গণ প্রশাসন, আবহাওয়া, ভুমিকম্প, কৃষিসহ বিভিন্ন বিভাগের সঙ্গে সম্পর্কিত। ভবিষ্যতে চীন অধিকতরভাবে উপগ্রহ রিমোট সেন্স ও ভৌগোলিক তথ্য ব্যবস্থা প্রযুক্তি ব্যবহারের কাজে লাগাবে। যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় বিপর্যয় বিমোচন উপগ্রহ পরিকল্পনার ভূতল ব্যবহারিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সম্পন্ন করা এবং বিভাগের মধ্যে দুর্যোগ তথ্য বিনিময় ও পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্ট প্রকাশের কাজ জোরদার করবে।
|