মার্কিন প্রেসিডেন্ট বুশ ১০ জানুয়ারী দেশব্যাপী এক টি ভি ভাষণে যুক্তরাষ্ট্রের ইরাক নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন । এর প্রধান বিষয়ের মধ্যে রয়েছে ইরাকে আরো বেশি সৈন্য পাঠানো এবং ইরাকের পূণর্গঠনে আরো বেশি সাহায্য করা ইত্যাদি ।
ভাষণে বুশ বলেছেন , যুক্তরাষ্ট্র ইরাকে আরো ২১.৫ হাজার সৈন্য পাঠাবে । এদের মধ্যে অধিকাংশ বাগদাদে পাঠানো হবে । তিনি জানিয়েছেন , প্রথম কিস্তি সৈন্য এ মাসের শেষ নাগাদ ইরাকে প্রবেশ করবে । বুশ আরো বলেছেন , এ নতুন নীতি বাস্তবায়নের জন্য তিনি আগামী মাসে কংগ্রেসে মোট ৬.৮ বিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দের জন্য করবেন । এর মধ্যে ৫.৬ কোটি মার্কিন ডলার সৈন্য পাঠানোর জন্য এবং ১.২ বিলিয়ন মার্কিন ডলার ইরাকের পুণর্গঠনের জন্য ।
বুশ ইরাক নীতি পরিবর্তন করার কথা ঘোষণার পর মার্কিন কংগ্রেসের নেতা , গণতন্ত্র পার্টির অধিকাংশ সদস্য ও কিছু ডেমোক্রেটিক পার্টির সদস্য এর বিরোধীতা করেছেন । প্রতিনিধি পরিষদের স্পীকার , গণতন্ত্র পার্টির সদস্য নান্সী পেলোসী ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হারী রেইড ১০ জানুয়ারী এক যৌথ বিবৃতিতে বলেছেন , ইরাক নীতি পরিবর্তনের সঠিক উপায় হল যত তাড়াতাড়ি ইরাক সরকারের কাছে আরো বেশি নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা , ৪ থেকে ৬ মাসের মধ্যে সৈন্য প্রত্যাহার শুরু করা এবং মধ্য-প্রাচ্য ও বিশ্বে কূটনৈতিক প্রচেষ্টা চালানো । বিবৃতিতে আরো বলা হয়েছে , আগামী কয়েক দিনে কংগ্রেস তত্ত্বাবধান অধিকার পালন করে বুশের নতুন নীতি পরীক্ষা করবে ।
|