১১ জানুয়ারী মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেন মিন পির বিনিময়-হার প্রথমবারের মত ৭ দশমিক আটের নিচে নেমেছে । ১১ জানুয়ারী চীনের বৈদিশিক মুদ্রা বিনিময় কেন্দ্র চীনা গণ ব্যাংকের অনুমোদন পেয়ে ঘোষণা করেছে , বৈদেশিক মুদ্রা বাজারে ১ মার্কিন ডলারের বিপরীতে রেন মিন পির বিনিময় হার হচ্ছে ৭.৭৯৭৭ ইউয়ান ।
২০০৫ সালের ২১ জুলাই থেকে চীন বাজারের সরবরাহ ও চাহিদাকে ভিত্তি হিসেবে গ্রহণ করে সুব্যবস্থাসম্পন্ন নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালু করেছে । গত বছরের শুরু থেকে চীনের বিনিময় হারের সংগে সম্পর্কিত কিছু আনুষাংগিক ব্যবস্থা চালু হওয়ার সংগে সংগে চীনের মুদ্রা রেন মিন পির নমনীয়তা অনেক বেড়েছে ।
বিনিময় হার সংস্কারের আগের তুলনায় চীনের মুদ্রা প্রায় ৫.৭৯ শতাংশ বেড়েছে ।
|