 আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ১০ জানুয়ারী ফিলিপাইনের সেবু শহরে ১২তম আসিয়ান শীর্ষ সম্মেলনের নৈশভেজে সন্ত্রাসদমন চুক্তি স্বাক্ষর করা, বিশ্ব বাণিজ্য সংস্থা 'দোহা রাউণ্ড' আলোচনা ত্বরান্বিত করা এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি বাস্তবায়ন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং এক মত হয়েছেন।

নৈশভেজের পর এক প্রেস ব্রিফিংয়ে স্বাগতিক ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এলবার্টো রমুলো বলেছেন, আসিয়ানের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সন্ত্রাসদমন চুক্তি নিয়ে একমত হয়েছে। আসিয়ানের সদস্যদেশগুলোর নেতৃবৃন্দ শীর্ষ সম্মেলনে এই দলিলপত্র স্বাক্ষর করবেন।
1 2
|