v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-10 19:26:53    
তাইওয়ানী ব্যবসায়ীদের কাহিনী

cri
    চাং চৌয়ের কাহিনী অনেক , এ কাহিনীগুলো আনন্দে ভরা , আপনি চাং চৌতে আসলে নিশ্চয়ই অনেক লাভবান হবেন ।

    আপনারা যে গান শুনতে পাচ্ছেন , তা হলো গত শতাব্দির আশির দশকে চীনাদের মুখে মুখে প্রচলিত একটি গান । তার আগেকার নাম ছিল ছোট নগরের কাহিনী । এটি হচ্ছে তাইওয়ানের একই নামের চলচ্চিত্রের একটি প্রধান গান । চলচিত্রের ছোট নগর মূলত একটি কাল্পনিক নগর ছিল । বহু বছর পর এ গানের রচয়িতা চুয়াং নু যখন তাঁর দেশের বাড়ি - ফু চিয়ান প্রদেশের চাং চৌ শহরে যান , তখন গভীর ভাবানুভূতিতে আপ্লুত এ গানটি তিনি চাং চৌকে উপহার দেন । গানের আগের নাম ছিল ছোট নগরের কাহিনী অনেক । তিনি নতুন নাম দিয়েছেন : চাং চৌয়ের কাহিনী অনেক । এতে দেশের বাড়ির প্রতি এ বুড়োর স্নেহ-মমতা প্রকাশ পেয়েছে ।চীনের ফু চিয়ান প্রদেশের সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত চাং চৌ শহর তাইওয়ান দ্বীপের সংগে সমুদ্রের দ্বারা সংযুক্ত । বহু তাইওয়ানবাসীর পূর্ব পুরুষেরা এখানে বসবাস করতেন বলে অনেক তাইওয়ানী ব্যবসায়ী এখানে পুঁজি বিনিয়োগ করতে এসেছেন । চাং চৌ শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানী ব্যবসায়ীদের জীবন ও তাদের ব্যবসায়িক তত্পরতার সংগে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে ।

    চাং চৌ একটি প্রাচীন শহর । এটি ১ হাজার ৪০০ বছর পুরনো । প্রাচীনকালে চাং চৌ ও তাইওয়ান দ্বীপের মধ্যে ঘন ঘন জাহাজ আসা-যাওয়া করতো । বহু চাং চৌবাসী তাইওয়ান দ্বীপে গিয়ে বসবাস করতে শুরু করেন এবং তখনকার উন্নত চাষাবাদের পদ্ধতি ও মত্ষ চাষের সভ্যতা তাইওয়ানে এনে দিয়েছে । তাই তাইওয়ানবাসীদের এক তৃতীয়াংশের বাড়ি চাং চৌতে আছে । আজ তাইওয়ান দ্বীপের অধিবাসীরা আবারো চাং চৌতে গিয়ে পুঁজি বিনিয়োগ করছেন । ১৯৮০ সালে তাইওয়ানের প্রথম পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান চাং চৌতে প্রতিষ্ঠিত হয় । তখন থেকে ২০০৫ সালের শেষ নাগাদ চাং চৌ শহর ২ হাজার ১০৬টি তাইওয়ানী পুঁজিবিনিয়োজিত প্রকল্প চালু হয়েছে । বিনিয়োজিত মোট পুঁজির পরিমাণ ৪৬০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে । চাং চৌ শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক চৌ ইয়ুয়ে হুংয়র মতে দেশের বাড়ির প্রতি তাইওয়ানবাসীদের স্নেহ-মমতা থাকা ছাড়াও চাং চৌয়ের সুষ্ঠু পরিবেশ থাকার কারণে তারা এখানে পুঁজি বিনিয়োগ করতে এসেছেন । অবশ্য তাঁর কার্যালয়ের পরিপূর্ণ সেবা প্রদানের কারণে তারা এখানে ব্যবসা করতে চান । তিনি বলেছেন ,

    এখানে তাইওয়ানের ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের আগে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সব ধরণের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে । এখানে পুঁজি বিনিয়োগের পর আমরা পুরো প্রক্রিয়ায় তাদের পরিসেবা প্রদানের কাজে নিয়োজিত থাকবো । সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পরও নানা সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা তাদের সাহায্য দিয়ে যাবো ।

    চাং চৌয়ের আয়তন বড় না হলেও এ শহরে তাইওয়ানী ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি । শুধু তাই নয় , তাইওয়ানের বেশ কিছু বড় বড় কোম্পানিও এখানে তাদের শাখা কোম্পানি খুলেছে । যেমন তাইওয়ানের প্রখ্যাত তাইওয়ান প্লাস্টিক গোষ্ঠী , থুং ই গোষ্ঠী ও ছিয়ান খুন গোষ্ঠী চাং চৌকে মাতৃভূমির মূল ভূখন্ডে তাদের গোষ্ঠীগুলোর উন্নয়নের মূল শিবির হিসেবে গ্রহণ করেছে । চাং চৌয়ের রাস্তায় ছিয়ান খুন গোষ্ঠীর বিজ্ঞাপন সবসময় আপনার চোখে পড়ে । বিশ্ব বিখ্যাত ছোটখাটো ইলেক্ট্রোনিক যন্ত্র তৈরির এ গোষ্ঠী চাং চৌতে তার শাখা শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর মূল ভূখন্ডের বাজার , নীতি ও শ্রম শক্তির প্রাধান্য কাজে লাগিয়ে পর্যায়ক্রমে সবল হয়ে ওঠেছে । অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে , ছিয়ান খুন গোষ্ঠী ও চাং চৌ শহরের সহযোগিতা ফ্লাইওভারেই স্থির করা হয়েছিল । চাং চৌ শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উদ্যোগে তাদের এ ফলপ্রসূ সহযোগিতা সম্ভব হয়েছিল । তখনকার অবস্থার বর্ণনা করে চৌ ইয়ুয়ে হুং বলেছেন ,

    ছিয়ান খুন গোষ্ঠীর চেয়ারম্যান মূল ভূখন্ডের বহু জায়গায় গিয়েছেন । পরে তিনি আমাদের চাং চৌতে এসেছিলেন । তিনি দুপুরে আমাদের শহরের নেতাদের সংগে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন । আমার কার্যালয়ের উদ্যোগে আমাদের শহরের নেতারা এ ফ্লাইওভারে তাঁর সংগে দেখা করেছেন । তারা আধা ঘন্টা ধরে আলাপ করেছেন । অবশেষে তিনি চাং চৌয়ে পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন । ছিয়ান খুন গোষ্ঠী এখন তাদের উত্পাদন ঘাঁটি ইউরোপ থেকে আমাদের চাং চৌয়ের উন্নয়ন এলাকায় স্থানান্তর করেছে । এমন কি ছিয়ান খুন গোষ্ঠী তার গবেষণা ও উন্নয়ন সদর দফতরকেও তাইওয়ান থেকে চাং চৌতে স্থানান্তর করেছে । কেন না চাং চৌ তার গোষ্ঠীর আরো উপযোগী হয়ে ওঠেছে ।

    ছিয়ান খুন গোষ্ঠীর চেয়ারম্যান উ ছিয়ান খুন আবেগের সংগে আমাদের সংবাদদাতাকে বলেছেন , পৃথিবীর বহু স্থানে তিনি পুঁজি বিনিয়োগ করেছেন । তবে তিনি মনে করেন যে, চাং চৌয়ের কর্মচারীরা সবচেয়ে শ্রেষ্ঠ । তারা সবসময় তাইওয়ানী ব্যবসায়ীদের ব্যাপারকে নিজেদের ব্যাপার বলে মনে করতেন । তাইওয়ান চিয়া চুং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির কার্যনির্বাহী পরিচালক ওয়াং চেন লুও চাং চৌয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেছেন ,

    আমি এ কার্যালয়ের কাজে অত্যন্ত সন্তুষ্ট । কোনো সমস্যা থাকলে আমি সরাসরি এ কার্যালয়ে যাই । কারো সংগে যোগাযোগ করতে চাইলে অথবা কোনো জায়গা দেখতে চাইলে আমি সবসময় এ কার্যালয়ের সংগে মেলামেশা করি । এ কার্যালয়ের কর্মচারীরা সর্বদাই আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন । চাং চৌ থাইওয়ান বিষয়ক কার্যালয়ের উত্থাপিত একটি ভবনের শ্লোগানের মধ্য থেকেই আমরা তাদের পরিসেবার সংক্ষিপ্ত চিত্র দেখতে পাবো । এ প্রসংগে পরিচালক চৌ ইয়ুয়ে হুং বলেছেন ,

    পুঁজি বিনিয়োগের একটি প্রকল্প হাতে পড়লে একটি অফিস ভবনের মধ্যেই তাইওয়ানী ব্যবসায়ীদের যাবতীয় বন্দোবস্ত সম্পন্ন করা যায় । একজন কর্মচারীর সহায়তায় আপনি পুঁজি বিনিয়োগের সকল করণীয় কাজ সম্পদন করতে পারেন । আপনি আপনার অভ্যন্তরীণ ব্যাপার পরিচালনা করবেন । স্থানীয় সরকার ও সমাজের বিভিন্ন মহলের সংগে সংশ্লিষ্ট ব্যাপারে সব ক্ষেত্রে আমরা আপনাদের পরিসেবা প্রদান করবো ।