২০০৬ সালে চীনের দারিদ্র্য বিমোচন তহবিল প্রতিষ্ঠান দেশী-বিদেশী শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন মহলের কাছ থেকে প্রায় ২০ কোটি ইউয়ান রেনমিনবি মূল্যের চাঁদা ও সরঞ্জাম পেয়েছে। তা ২০০৫ সালের চেয়ে ৭.৭ শতাংশ বেড়েছে।
চীনের দারিদ্র্য বিমোচন তহবিল প্রতিষ্ঠানের কার্য-নির্বাহী উপ-পরিচালক হে দাওফেং ১০ জানুয়ারী পেইচিংয়ে এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, গত বছর চীনের দারিদ্র্য বিমোচন তহবিল প্রতিষ্ঠান ১৭.৫ কোটি ইউয়ান পুঁজি ও সরঞ্জাম দিয়েছে। এতে ৫.৩ লাখ জন উপকৃত হয়েছে।
|