২০০৬ সালে চীনে নানা ধরণের আবহাওয়ার দুর্যোগে মোট ২৭০০রও বেশি জন লোক প্রাণ হারিয়েছে এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ২০০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে ।
১০ জানুয়ারী চীনের আবহাওয়া ব্যুরো প্রকাশিত "চীনের আবহাওয়া সম্পর্কিত ইস্তাহার২০০৬-এ "আবহাওয়ার কারণে চীনের জানমালের ক্ষয়ক্ষতি প্রকাশ করা হয়েছে । ইস্তাহারে বলা হয়েছে , গত বছর চীনে যে আবহাওয়া দুর্যোগগুলো ঘটেছে সেগুলোর মধ্যে গ্রীষ্মন্ডলীয় ঘুর্নি ঝড়ে সৃষ্টসরাসরি অর্থনৈতিক ক্ষতি ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি । খড়ার কারণে দুর্গতলোক সংখ্যা ও খাদ্যশস্যেরদুর্গত আয়তন সবচেয়ে বেশি । তাছাড়া শিলাবৃষ্টি , বরফ , নিম্ন তাপমাত্রা ও তুষার দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি আগের চাইতে গুরুতর ।
বিশ্লেষকরা মনে করেন , পৃথিবীজুড়ে আবহাওয়া উষ্ণপরিণত হওয়া , এলনিনো সহ নানা উপাদানের প্রভাবে গত বছর চীনের আবহাওয়া পরিবর্তনশীল ছিল ।
|