চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও মংগলবার জোর দিয়ে বলেছেন , দুর্নীতি-বিরোধী অভিযানকে চীনের অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতিক , সামাজিক এবং কমিউনিস্ট পার্টির গঠনকাজে মিশিয়ে দিতে হবে এবং দৃঢভাবে দুর্নীতি- বিরোধী সংগ্রামকে আরো গভীরে নিয়ে যেতে হবে ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির শৃংখলা তত্ত্বাবধান কমিটির সপ্তম পূর্ণাংগ অধিবেশনে ভাষণ দেয়ার সময় হু চিন থাও এ কথা বলেছেন । তিনি আরো বলেন , বর্তমান দুর্নীতি -বিরোধী অভিযানে নেতৃস্থানীয় কর্মকর্তাদের শিক্ষাদান, তাদের তত্ত্বাবধান ও আত্মসংযমের কাজকে আরো ভালোভাবে চালাতে হবে , দৃঢতার সংগে দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে এবং জনসাধারণের স্বার্থের জন্যে ক্ষতিকর এমন সব ধরণের অশুভ রীতিনীতি সংশোধন করতে হবে ।
চীনা কমিউনিস্ট পার্টির সপ্তম পূর্ণাংগ অধিবেশন সোমবার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে ।
|