হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের ৯ জানুয়ারী প্রকাশিত এক পরিসংখ্যান দেখা গেছে, হংকংয়ে বৈদেশিক পুঁজি অব্যাহতভাবে বেড়েছে। ২০০৬ সালের প্রথম ৯ মাসে, বৈদেশিক সরাসরি পুঁজি ছিল প্রায় ২৩০.৯ বিলিয়ন হংকং ডলার। যা ২০০৫ সালের একই সময়ের চেয়ে ৪০ বিলিয়ন হংকং ডলারেরও বেশী।
হংকং বিশেষ প্রশাসনিক আঞ্চলিক সরকারের পুঁজি বিনিয়োগ ত্বরান্বিতকরণ বিভাগের পরিচালক রু ওয়েইসি সাংবাদিক সম্মেলনে বলেছেন, হংকং হচ্ছে চীনের মূল-ভূভাগ গামী দরজা এবং এশিয়ার ব্যবসায়িক কেন্দ্র। এর বিশেষ অবস্থান অনেক বিদেশী পুঁজি কোম্পানির হংকংয়ে কার্যক্রম চালাতে আকর্ষণ করেছে।
জাতিসংঘ প্রকাশিত 'বিশ্বের পুঁজি বিনিয়োগ রিপোর্ট-২০০৬' অনুযায়ী, চীনের পর হংকং স্থিতিশীলভাবে এশিয়ার দ্বিতীয় বৈদেশিক পুঁজি বিনিয়োগ স্থানে পরিনত হয়েছে।
|