জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাই কমিশনারের অফিস ৮ জানুয়ারী জেনিভায় ঘোষণা করেছে , যুদ্ধের কারণে বিদেশে বসবাসরত ইরাকী শরনার্থী এবং গৃহহারা ইরাকীদের সাহায্য করার জন্যে জাতিসংঘ শরনার্থী অফিস ৬ কোটি মার্কিন ডলার মূল্যের সাহায্য প্রদানেরপরিকল্পনা নিয়েছে ।
জাতিসংঘ শরনার্থী অফিস বলেছে , ইরাকের নানা ত্রাণ সংস্থার মাধ্যমে এই সব অর্থ বিতরণ করা হবে । জানা গেছে , এখন ইরাকের গৃহহারা লোক সংখ্যা ১৭ লাখে দাঁড়িয়েছে । ২০০৩ সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ থেকে এপর্যন্ত ২০ লাখেরও বেশি ইরাকী শরনার্থী হয়ে বিদেশে অবস্থান করছে ।
|