৯ জানুয়ারী চীন ও রাশিয়ার বৃহত্তম সহযোগিতামূলকপ্রকল্প--- পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে অবস্থিত থিয়েনওয়ান পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের ১ নম্বর জেনারেটিং ইউনিট এ বছরের প্রথমার্ধে বাণিজ্যিক উত্পাদন শুরু করবে ।
১৯৯৯ সালে থিয়েনওয়ান পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় । এর মোট উত্পাদন ক্ষমতা হবে ৮০ লাখ থেকে ১ কোটি কিলোওয়াট । বছরে ৬০ বিলিয়ন থেকে ৭০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুত উত্পাদন করতে সক্ষম হবে । এখন ২ নম্বর জেনারেটিং ইউনিটের বিদ্যুত উত্পাদনের পূর্ববর্তী বিভিন্ন প্রস্তুতিমুলক কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে ।
পরিকল্পনা অনুযায়ী ১ নম্বর ও ২ নম্বর ইউনিট যথাক্রমে এ বছরের প্রথামার্ধে ও বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত উত্পাদন শুরু করবে ।
থিয়েনওয়ান বিদ্যুত কেন্দ্র প্রকল্পের প্রধান অংশ রাশিয়ার নকসা অনুযায়ী নির্মাণ করা হবে । প্রকল্পের বেশির ভাগ মেশিন রাশিয়া সরবরাহ করবে এবং ২০ শতাংশ ব্যবস্থা পাশ্চাত্ত্য দেশ থেকে আমদানি করা হবে ।
|