২০০৬ সালে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হার অব্যাহতভাবে বেড়েছে । বিশ্লেষণ অনুযায়ী শিল্পপ্রতিষ্ঠানের মুনাফার দ্রুত বৃদ্ধি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন হার বৃদ্ধিত্বরান্বিত করেছে ।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর৯ জানুয়ারীর এক রিপোর্ট থেকে জানা গেছে , ২০০৬ সালের শেষ তিন মাসে চীনের শিল্পপ্রতিষ্টানের উন্নয়ন হার ছিল ১৩৯.৪ শতাংশ । এই পরিমান যথাক্রমে তৃতীয় মাস ও প্রথম ৬ মাসের তুলনায় ২.৭ শতাংশ ও ৭.৭ শতাংশ বেশি ।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোসম্প্রতি চীনের প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে জরীপ চালিয়েছে । এর পূর্ববর্তী বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০০৬ সালের শেষ তিন মাসে খনি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন হার কিছু হ্রাস পেয়েছে , যোগাযোগ ও পরিবহন , গুদাম ও ডাকযোগাযোগ শিল্পের উন্নয়ন হার সমান সমান হয়েছে । এ ছাড়া অন্যান্য সব শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন হার স্পষ্টত বৃদ্ধি পেয়েছে ।
|