সোমালিয়ার অন্তর্বর্তিকালিন সরকারের প্রেসিডেন্ট আব্দুল্লাহইউসুফ আহমেদ ৮ জানুয়ারী রাজধানী মোগাডিশুতে পৌঁছালেন। ২০০৪ সালে ক্ষমতাসীন হওয়ার পর তিনি এই প্রথমবার মোর্গাডিশুতে পৌঁচেছেন ।
একজন প্রত্যক্ষদর্শী বলেন , কড়া সেনা নিরাপত্তার মধ্যেএই দিন দুপুরে ইউসুফ মোগাডিশুতে গিয়ে পৌঁছান। নিরাপত্তার কারণে সরকার ইউসুফের এবারের রাজধানী সফরসূচী আগে ঘোষণা করেনি । এক হোটেলে কিছু সময় বিরতির পর প্রেসিডেন্ট ইউসুফ সাবেক প্রেসিডেন্ট মোঃ সিয়াদ বারির প্রেসিডেন্ট ভবন " ভিল্লা সোমালিয়া"য় যান এবং সেখানে অন্তবর্তিকালিন সরকারের প্রধানমন্ত্রী আলি মোঃ গেদির সঙ্গে মিলে স্থানীয় জাতির প্রবীনদের সঙ্গে মোগাডিশুর পরিস্তিতি সহ নানা বিষয় নিয়ে আলাপ পরামর্শ করেন ।
মোগাডিশু যাওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকার সত্যিকারভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণশুরু করেছে ।
|