চীনা স্বর্ণ সমিতির চেয়ারম্যান ছেং ফু মিন সম্প্রতি আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীন রাষ্ট্রায়ত্ত স্বর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর রূপান্তর সাধনে বিদেশী ব্যবসায়ীদের উত্সাহিত করবে ।
ছেং ফু মিন বলেছেন , চীন আন্তরিকভাবে আশা করছে যে , বিদেশী পুঁজি , উন্নত প্রযুক্তিবিদ্যা ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা আমদানির মাধ্যমে চীনের স্বর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের পদক্ষেপ আরো দ্রুততর হবে এবং স্বর্ণ উন্নয়নের ক্ষেত্রে পুঁজি আহরণের পথ প্রশস্ত হবে । চীনের স্বর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশী পুঁজি ব্যবহার সংক্রান্ত আইন ব্যবস্থা আরো সুসংহত এবং তাদের পুঁজি বিনিয়োগের পরিবেশ আরো উন্নত করবে ।
উল্লেখ্য যে, চীন হচ্ছে বিশ্বের স্বর্ণ উত্পাদন ও ব্যবহারের ক্ষেত্রে একটি প্রধান দেশ । ২০০৫ সালে চীনে স্বর্ণ মজুদের পরিমাণ ছিল ৪ হাজার ১৩৪ টন । এ দিক থেকে চীনের স্থান অষ্টম ।
|