v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-09 18:22:34    
চীন বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দেশে কাজ করার ব্যাপারে  আকর্ষন সৃষ্টি করছে

cri
    বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দেশে কাজ করার ব্যাপারে আকর্ষণ সৃষ্টির জন্য চীন সরকার ইতোমধ্যে একটি পরিকল্পনা তৈরী করেছে এবং তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ সৃষ্টির ব্যবস্থাও নিয়েছে । চীনের কর্মচারী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন , পরবর্তী কয়েক বছরে বিদেশে পড়াশুনারত ছাত্রছাত্রীদের, বিশেষ করে উন্নত প্রযুক্তিবিদ্যা শিখছেন এমন ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার জন্য সরকার অনেক ব্যবস্থা নেবে । ২০১০ সালে দেশে প্রত্যাবর্তনকারী ছাত্রছাত্রীর সংখ্যা দেড় লাখ থেকে দুই লাখে পৌঁছবে।

    ২০০৫ সাল পর্যন্ত চীনের বিদেশে পড়াশুনা ছাত্রছাত্রীর মোট সংখ্যা ৯.৩৩ লাখ দাঁড়িয়েছে । তবে পড়াশুনা শেষ করে মাত্র ২.৩৩ লাখ ছাত্রছাত্রী দেশে ফিরে এসেছে । তাদের মধ্যে বেশির ভাগই বিদেশে থেকে চাকরী করার পথ বেছে নিয়েছে । চীনের কর্মচারী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ ব্যবস্থাপনা বিভাগের উপপ্রধান সুন চিয়েন লি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন , চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিময় বাড়ার সঙ্গে সঙ্গে চীনে যোগ্য কর্মী , বিশেষ করে উন্নত প্রযুক্তির দক্ষ কর্মীর চাহিদা অনেক বেড়েছে । এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিদেশে পড়াশুনারত ছাত্রছাত্রীদের দেশে কাজ করার ব্যাপারে আকৃষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । তিনি বলেছেন , বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রাধান্য বেশী । তারা আন্তর্জাতিক নিয়মবিধি জানেন , বিদেশের উন্নত প্রযুক্তির বিকাশ জানেন এবং তাদের চিন্তাধারা উন্মুক্ত । আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার চাহিদা মেটানো আর দক্ষ কর্মীদের আকর্ষণ করার জন্য আমরা একটি পরিকল্পনা তৈরী করেছি । এ ক্ষেত্রে আমরা অন্য দেশের অভিজ্ঞতাও কাজে লাগাবো ।

    মিঃ সুন চিয়েন লি বলেছেন , চীনের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন শুধু বিপুল সংখক উচ্চ মানের দক্ষ কর্মীর চাহিদা সৃষ্টি করে নি , উপরন্তুতাদের জন্য নিজের দক্ষতা কাজে লাগানোর সুযোগও সৃষ্টি করেছে। এখন দেশে ফিরে নিজের কোম্পানি খোলা অনেক বিদেশে অধ্যয়নকারী ছাত্রছাত্রীর স্বপ্নে পরিণত হয়েছে ।

    ডক্টর উ সিয়াও তুং ২০০১ সালে যুক্তরাষ্ট্র থেকে পেইচিং ফিরে এসেছেন । তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের সিলিকন ভেল্লীতে দশ-বারো বছর কাজ করেছেন । দেশে ফিরে আসার পর তিনি মোবাইল ফোন ব্যবসারক্ষেত্রে সুফল পেয়েছেন । তার দেশে ফিরে আসার সিদ্ধান্ত সম্পর্কে উ সিয়াও তুং বলেছেন , চীনের অর্থনীতির দ্রুত বিকাশ বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য নিজের দক্ষতা কাজে লাগানোর ভালো প্ল্যাটফর্ম ও অবকাশ যুগিয়েছে । আমরা এই জন্য দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি । আমরা আশা করি দেশের জন্য কিছু কাজ করতে পারবো । এতে নিজের দক্ষতা দেখানোর সুযোগও সৃষ্টি হয়েছে ।

    গত কয়েক বছরে বিদেশে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার জন্য চীনের শিক্ষা মন্ত্রণালয় ও কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিশেষ অর্থবরাদ্দ করেছে । অনেক অঞ্চল ও বিভাগ বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণা , শিক্ষকতা ও পরিচালনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ।

    চীনের কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী , চীন সরকার উন্নত প্রযুক্তির দক্ষ কর্মী দেশে কাজ করতে আমন্ত্রণ জানাবে। সরকার তাদেরকে দেশে ফিরে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে । ২০১০ সালে বিদেশ থেকে প্রত্যাবর্তনকৃত ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযুক্তি অঞ্চল দেড় শ'টি আর তাদের প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দশ হাজার হবে ।

    মিঃ সুন চিয়েন লি আরো বলেছেন , ছাত্রছাত্রীরা যাতে সহজেই দেশে ফিরে আসতে পারেন , সেজন্য সরকার তাদের ফিরে আসার বিষয়টিকে সহজ করে তুলবে এবং তাদের আর্থিক সাহায্য দেবে । দেশে ফিরে আসার পর তাদের কর্মসংস্থান , ছেলেমেয়ের স্কুলে ভর্তি ও বিদেশে যাতাঁয়াত ইত্যাদি ক্ষেত্রে সুযোগসুবিধা দেবে ।