দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ৯ জানুয়ারী রাজধানী সিউলে সমগ্র জাতির উদ্দেশ্যে দেয়া এক বিশেষ ভাষণে সারা দেশে আংশিকভাবে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে আলোচনা চালানোর প্রস্তাব দিয়েছেন । তাঁর প্রস্তাব অনুসারে বর্তমান সংবিধানে লিপিবদ্ধ প্রেসিডেন্টের কার্যমেয়াদ একবারই ৫ বছর থেকে একটানা ৪ বছর পরিবর্তন করা হবে এবং প্রেসিডেন্টের নির্বাচন ও সংসদ নির্বাচন একই সংগে আয়জন করা হবে ।
রোহ মো হিউন বলেছেন , ১৯৮৭ সালের সংশোধিত সংবিধানে প্রেসিডেন্টের কার্যমেয়াদ একবারই ৫ বছর নির্ধারণ করা হয়েছিল । এর লক্ষ্য ছিল একজন প্রেসিডেন্টের দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন থাকার প্রতিকূলতা রোধ করা । এটা দেশের উন্নয়নের চাহিদার সংগে সংগতিপূর্ণ নয় । তাই যুগের পরিবর্তন অনুসারে সংবিধানের সংশোধন করা প্রয়োজন ।
|