৮ জানুয়ারী রাশিয়ার তেল কোম্পানি 'ট্রান্সনেফট'-এর প্রেসিডেন্ট সেমেন ভাইনশটক অভিযোগ করেছেন যে, বেলারুস ৬ জানুয়ারী থেকে বেলারুসের মধ্য দিয়ে রাশিয়ার তেল সরবরাহ বন্ধ রেখেছে।
জানা গেছে, ৭ জানুয়ারী থেকে বেলারুসের মধ্য দিয়ে রাশিয়া থেকে পোল্যাণ্ড ও জার্মানী গামী তেল পাইপ লাইন বন্ধ রয়েছে। হাংগেরি ও স্লোভাকিয়াসহ বিভিন্ন দেশের তেল সরবারহ প্রভাবিত হয়েছে।
ভাইনশটক বলেছেন, বেলারুসের তত্পরতা রাশিয়া ও ইইউ'র দেশগুলোর সঙ্গে চুক্তির জন্যে হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি বেলারুসের প্রতি আন্তর্জাতিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। যাতে বেলারুসের মধ্য দিয়ে ইইউ'র দেশগুলোতে রাশিয়ার তেল সরবরাহ সাধারণভাবে চলতে পারে। এর পাশা পাশি তিনি জোর দিয়ে বলেছেন, ট্রান্সনেফট সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অন্য লাইনে ইইউ'র দেশগুলোতে তেল সরবরাহ সম্প্রসারণ করবে।
৮ জানুয়ারী বেলারুস পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেলারুসে মধ্য দিয়ে রাশিয়ার তেলের চাপ কম থাকায়, পোল্যাণ্ড ও জার্মানীতে তেল সরবরাহ বন্ধ হয়েছে। এর সঙ্গে বেলারুসের কোনো সম্পর্ক নেই।
জ্বালানী বিষয়ক ইইউ'র কমিশনার আনড্রিস পিয়েবালগস বলেছেন, তেল সরবরাহ বন্ধ ইইউ'র দেশগুলোতে সহসা তেল সংকট দেখা দিবে না। কিন্তু ইইউ কমিশন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ মনোযোগ দেবে।
|