v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-09 14:34:14    
নেট সংগীত ক্রমেই জনপ্রিয় হচ্ছে

cri
    কিছু আগে দক্ষিণ-পশ্চিম চীনের ছোট নগর তু চিয়াং ইয়েনে অনুষ্ঠিত প্রথম ইন্টারনেট সংগীত উত্সবে চীনের প্রধান প্রধান ওয়েবসাইট , সি ডি ও ভিসিডি কোম্পানি এবং সংগীত ইন্সটিটিউটের প্রতিনিধিরা ডিজিটাল যুগে নেট সংগীতের প্রসারবিষয় নিয়ে আলোচনা করেছেন ।

    নেট সংগীত হচ্ছে অপেশাদার গীতিকার ও সুরকারের তৈরী এবং অপেশাদার শিল্পীর গাওয়া গান । এই সব গান ইন্টারনেট ও মোবাইল ফোনে প্রচার করা হয় । এই ধরনের সংগীতের কথাগুলো রসাত্মক , সুর সহজেই শেখা যায় । নতুন শতাব্দীর শুরুতেই নেট সংগীতের আবির্ভাব ঘটে। ' ইঁদুর চাউলকে পছন্দ করে ' গানটি নেট সংগীতের প্রতিনিধিত্ব করতে পারে । ২০০৫ সালে এই গান মোবাইল ফোনের রিং হিসেবে ৬০ লাখ বার ডাউনলোড করা হয়েছে । ডাউনলোড থেকে এক মাসের মধ্যে যে ৬০ লাখ ইউয়ানের আয় হয়েছে , তা' ৭ লাখ সিডি বিক্রির সমান । ক্রমেই আরো বেশি নেট নাগরিক নেট সংগীত তৈরীর চেষ্টা করছেন । গত দু বছরে ' ইঁদুর চাউলকে ভালোবাসে ' গানটির গায়ক ইয়াং ছেন কান ও সিয়ান সিয়ান প্রমুখ নেট শিল্পী খ্যাতি লাভ করেন । একটি পরিসংখান থেকে জানা গেছে , ২০০৫ সালে নেট সংগীত ও মোবাইল ফোনে গান ডাউনলোড থেকে ৬৬ কোটি মার্কিন ডলার আয় হয়েছে । নেট সংগীত ও মোবাইল ফোন সংগীত নাগরিকদের জীবনের একটি চাহিদায় পরিণত হয়েছে।

    সোহু নেট চীনের একটি বড় ওয়েবসাইট । এই ওয়েবসাইটে প্রচুর নেট সংগীত আছে । এই ওয়েবসাইটের উপপ্রধান কোন ইয়ু বলেছেন , বেশির ভাগ নেট সংগীত অপেশাদার সুরকার ও গীতিকার তৈরী করেছে এবং অপেশাদার গায়ক গেয়েছেন । এই ধরনের গান তৃণমূল সংস্কৃতির অন্তভুর্ক্ত করা হয় । তিনি আরো বলেছেন , নেট সংগীতকে তৃণমূল সংস্কৃতির অন্তভুর্ক্ত করার কারণ হলো যে কোনো নেট নাগরিক গান তৈরী করে ইন্টারনেট প্রকাশ করতে পারেন । কোনো কোনো গান ইন্টারনেটে শুধু দু –একজন লোক পছন্দ করেন , তবুও তিনি আনন্দ ও সন্তোষ বোধ করেন । গানের নিম্ন গুনগত ও প্রযুক্তিগত মান তৃণমূল সংস্কৃতির বৈশিষ্ট্য ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে ইন্টারনেট থেকে মোট ৪২ কোটি গান ডাউনলোড করা হয়েছে । এই সংখ্যা দু বছরের আগের বিশ-বাইশ গুন বেশি । অনেক জনপ্রিয় নেট গায়কগায়িকা সি ডি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ।২০০৪ সালের ডিসেম্বর মাসে ' ইদুঁর চাউল পছন্দ করে ' গানের গায়ক ইয়াং ছেন কাং ও সিয়ান সিয়ান ফেই লে সি ডি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন । তাদের গানের সিডি এক মাসে আট লাখ বিক্রি হয়েছে । চান লালা হচ্ছেন এক জনপ্রিয় নেট গায়িকা । তিনি মনে করেন , অর্থের অভাব হলো নেট গায়কের সবচেয়ে বড় সমস্যা । তিনি বলেছেন , ইন্টারনেটে গান পাঠানোর প্রধান উদ্দেশ্য হলো নিজের গান জনপ্রিয় করা । নিজের গানের মান আরো উন্নত করার ক্ষেত্রে সিডি কোম্পানি নেট গায়ককে সাহায্য করতে পারে। সিডি কোম্পানির সাহায্যে নেট গায়ক একাগ্রচিত্তে গান রচনা ও চর্চা করতে পারেন ।

    অনেকে নেট সংগীত পছন্দ করেন । তবে এ ক্ষেত্রে কিছু সমস্যা আছে । যেমন কোনো কোনো নেট সংগীতের গুনগত মান উন্নত নয় । নেট সংগীতের স্বত্তাধিকার রক্ষা নেট সংগীত প্রসারের এক বাধা হয়ে দাড়িয়েছে । ইতোমধ্যে এ ধরনের কিছু সমস্যাও দেখা দিয়েছে । চীন ইন্টারনেট সংক্রান্ত অনেক আইনবিধি প্রণয়ন করেছে । পরবর্তীকালে নেট সংগীতের সুরকার ও গীতিকারের স্বত্তাধিকার রক্ষা ক্ষেত্রে আরো ব্যবস্থা নেবে ।