v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-09 14:33:23    
চীনের প্রথম অক্ষর সম্পর্কিত যাদুঘরের গঠনকাজ শুরু

cri
    চীনের অক্ষর যাদুঘর নির্মানের কাজ সম্প্রতি হোনান প্রদেশের আন ইয়াং শহরে শুরু হয়েছে । এ যাদুঘর চীনের প্রথম অক্ষর যাদুঘর হবে । জানা গেছে , এ যাদুঘর প্রদর্শনী ভবন ও গবেষণালয়সহ একটি পেশাদারী যাদুঘর হবে । যাদুঘরটির মোট আয়তন ৩৩ হাজার বর্গমিটার । এ যাদুঘরে চীনা ভাষা ও বিদেশের ভাষাগুলোর অক্ষরগুলোর প্রদর্শনী ভবন , হান জাতির ভাষার অক্ষর গবেষণা কেন্দ্র ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র থাকবে ।

    হোনান প্রদেশের আন ইয়াং শহর হলো প্রাচীন চীনের কচ্ছপের উপর খোদাই অক্ষরগুলোর জন্মস্থান । ১৮৯৯ সাল থেকে আন ইয়ান শহর থেকে ১.৬ লাখ প্রাচীন অক্ষরসম্বলিত কচ্ছপের খোল উদ্ধার করা হয়েছে । কচ্ছপের খোলের উপর খোদাই অক্ষর চীনের সবচেয়ে প্রাচীন অক্ষর , এটা হান ভাষার অক্ষর সৃষ্টি ও বিকাশের স্বাক্ষ্যবহন করে ।

    **প্রাচীন বাদ্যযন্ত্র ফোরাম হানচৌয়ে অনুষ্ঠিত

    সম্প্রতি চীনের প্রাচীন বাদ্যযন্ত্র ফোরাম পূর্ব চীনের হানচৌ শহরে শুরু হয়েছে । চিয়াংসু , চেচিয়ান ও কুয়াং তুং প্রদেশ ও সাংহাইয়ের প্রাচীন বাদ্যযন্ত্রবাদকরা এ ফোরামে প্রাচীন বাদ্যযন্ত্রর ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন ।

    চীনের ঐতিহ্যিক সংগীতের মধ্যে প্রাচীন বাদ্যযন্ত্র চীনের বুদ্ধিজীবীদের জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে । ২০০৩ সালে প্রাচীন বাদ্যযন্ত্র জাতিসংঘের মৌখিক ও  অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকাভুক্ত হয়েছে । তবে প্রাচীন বাদ্যযন্ত্রকে জনপ্রিয় করা ও প্রসারে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে ।

    বিশেষজ্ঞদের ধারণা , প্রাচীন বাদ্যযন্ত্র যদি শুধু নিজের বাড়ীর বইঘরে বাজানো হয় , তাহলে তার প্রাণশক্তি বেশি দিন থাকবে না । যুব সম্প্রদায়ের মধ্যে প্রাচীন বাদ্যযন্ত্রের অনুরাগী লালন করা প্রাচীন বাদ্যযন্ত্র শিল্প প্রসারের প্রধান কাজ ।

    **রাশিয়ার শিল্পীরা পেইচিংয়ে বিখ্যাত ব্যালে নৃত্য ' সোয়ান লেক ' পরিবেশন করেছেন

    রাশিয়ার নোভোসিবিস্ক জাতীয় অপেরা ও ব্যালে থিয়েটারের শিল্পীরা ২৮ ডিসেম্বর পেইচিংয়ে ব্যালে নৃত্য ' সোয়ান লেক ' পরিবেশন করেছেন । ৫০ বছর আগে এই থিয়েটারের শিল্পীরা চীনা দর্শকদের জন্য এই ব্যালে নৃত্য পরিবেশন করেছিলেন ।

    রাশিয়ার নোভোসিবিরস্ক অপেরা ও ব্যালে নৃত্য থিয়েটার রাশিয়ার তিনটি বিখ্যাত থিয়েটারের অন্যতম । এবার চীনে আসা শিল্পী দলের সদস্যসংখ্যা এক শ' বিশ । এ দলের প্রধান বলেছেন , তারা আশা করেন , চীনা দর্শকদের মধ্যে যারা ৫০ বছর আগে তাদের অনুষ্ঠান দেখেছিলেন , , সেই সব প্রবীন দর্শকদের সঙ্গে তাদের দেখা সাক্ষাত হবে । শিল্পীরা এ সব প্রবীন দর্শকদের বর্তমান অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানাবেন এবং থিয়েটারের ৫০ বছরের উন্নয়ন সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করবেন ।