|
|
(GMT+08:00)
2007-01-09 14:22:49
|
|
সোমারিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট রাজধানী মোগাডিসুতে প্রবেশ করেছেন
cri
সোমালিয়া সম্প্রদায়ের সশস্ত্র ‘ ইসলামী আদালত ইউনিয়নকে’ রাজধানী মোগাডিসু থেকে তাড়িয়ে দেওয়ার পর, সোমালিয়ারঅর্ন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট আবদুলাহি ইউসুফ ৮ জানুয়ারী মোগাডিসুতে পৌছেছেন। ২০০৪ সালে ক্ষমতাসীন হওয়ার পর এটা হল রাজধানীতে তাঁর প্রথম প্রবেশ। এতে প্রতিপন্ন হয়েছে যে, সোমালিয়ার অন্তর্বর্তীসরকার বাস্তবে সারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে।
নিরাপত্তার কারনে অন্তর্বর্তীসরকার আগে থেকে প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফের রাজধানীতে প্রবেশের সময় ঘোষণা করেনি। ৮ জানুয়ারী দুপুরে সুসাজ্জিত রক্ষিবাহিনী এবং ইথিওপিয়ার সৈন্যদের প্রহরায় আব্দুলাহি ইউসুফ ও তাঁর সঙ্গীরা প্রথমে মোগাডিসুর একটি হোটেলে পৌঁছান। কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর তারা শহরের দক্ষিণ উপকন্ঠের ‘ সোমালিয়া ভিলার’ উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান । ‘ সোমালিয়া ভিলা’ সোমালিয়ার প্রেসিডেন্টের ভবন ছিল। ১৯৯১ সালে সোমালিয়ার গৃহ যুদ্ধ বাঁধার আগে সর্বশেষ প্রেসিডেন্ট মোহামেদ সিয়দ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর সমরনায়করা এই ভবন দখল করে নেয়। ১৫ বছর পর এই ভবন আরেক বার একজন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মন্ত্রী আলি গেদি এবং স্থানীয় সম্প্রদায়ের প্রধানরা ‘ সোমালিয়া ভিলাতে’ প্রেসিডেন্ট ইউসুফের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা যত তাড়াতাড়ি সম্ভব অবৈধ অস্ত্রশস্ত্র জমা দেওয়া এবং রাজধানীর নিরাপত্তা আ র শৃংখলা সার্বিকভাবে পুর্ণপ্রতিষ্ঠা করার ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করেছেন। প্রেসিডেন্ট ইউসুফ অন্তর্বর্তী সরকারের মুখপাত্র আবডিরাহমান ডিনারি সাইডের মাধ্যমে সোমালির সকল নাগরিকের উদ্দেশ্যে অতীত ভুলে দেশ গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে সোমালিয়ার বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে অন্তর্বতী সরকারকে সমর্থন করারও আহ্বান জানিয়েছেন।
রাজধানী মোগাডিসুতে ইউসুফের প্রবেশ তাত্পর্যসম্পন্ন । সোমালিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, তাঁর আচরন একটি স্পষ্ট সংকেত প্রকাশ মাত্র। অন্য কথায় অন্তবর্তী সরকার খুব শিগ্রীরই মোগাডিসুতে স্থানান্তর করবে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, দীর্ঘকাল ধরে মোগাডিসু আর সারা দেশের অচলাবস্থার অবসান ঘটবে।
গত বেশ কয়েক বছর ধরে সোমালি গৃহ যুদ্ধে নিমজ্জিত ছিল। ১৯৯১ সালে সিয়াদ ক্ষমতা থেকে উত্খাত হওয়ার পর সোমালিয়া ধাপে ধাপে সমরনায়কদের দখলে অরাজকতা ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষে নিমজ্জিত হয়ে পড়ে। বিশ্ব সম্প্রদায়ের একটানা উদ্যোগে ২০০৪ সালের জানুয়ারীতে কেনিয়ার রাজধানী নাইরোবিতে সোমালিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে অর্ন্তবর্তী সংসদ ও সরকার গঠনের ব্যাপার নিয়ে আলোচনা হয়। সোমালিয়ার অন্তর্বর্তী সরকার গত বছরের ডিসেম্বর মাসে কেনিয়ায় প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালের জুন মাসে সোমালিয়ার অভ্যন্তরে স্থানান্তরিত হয়েছে।
গত বছরের প্রথম দিকে মোমালিয়ার বিভিন্ন সম্প্রদায়ের সশস্ত্রগোষ্ঠীরা ক্রমেই শক্তিশালীহয়ে উঠে। গত বছরের জুন মাসের প্রথম দিকে , এই সশস্ত্রগোষ্ঠী সমরনায়ক ইউনিয়নকে পরাজিত করে রাজধানী মোগাডিসু নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং ধীরে ধীরে সোমালিয়ার মধ্য ও দক্ষিণাংশের বেশির ভাগ জায়গা দখল করে নেয় । এর পর অর্ধ বছরের গৃহ-যুদ্ধ শুরু হয়। গত বছরের ২৮ ডিসেম্বর সোমালিয়ার অন্তর্বর্তীসরকারী বাহিনী মোগাডিসু দখল করে।
জনমত অনুযায়ী, যদিও সোমালিয়ার অন্তর্বর্তী সরকার রাজধানী মোগাডিসু নিয়ন্ত্রণ করেছে তবু এই সরকার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বতর্মানে সবচেয়ে কঠোর চ্যালেঞ্জ হল কিভাবে মোগাডিসুর পরিস্থিতি স্থিতিশীল করা যায় । সুতরাং প্রেসিডেন্ট ইউসুফ হোক বা সোমালিয়ার অনর্ন্তবর্তী সরকার হোক রাজধানী মোগাডিসুতে প্রবেশ করার পর তাদের আরও অনেক পথ যেতে হবে।
|
|
|