v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-09 11:03:34    
চিঠির সারাংশ-৯/১/০৭

cri
    বাংলাদেশের সিরাজগন্জ জেলার শ্রোতা মো: ছারোয়ার হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। খুব ভাল লাগে। আগের চেয়ে এখন আপনাদের অনুষ্ঠান অনেক ভাল হয়েছে। আগে হত আধাঘন্টা আধাঘন্টা এক ঘন্টা। এখন এক ঘন্টা এক ঘন্টা ছাড়াও পরের দিন এক ঘন্টা। আপনাদের কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। ভবিষ্যতে সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে বলে আমি আশা করি। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের প্রশংসার জন্য। অবশ্যই আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    নরসিংদী জেলার শ্রোতা সুমন সাহা শান্ত তাঁর চিঠিতে লিখেছেন, গত ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পদযাপিত হয়েছে। ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা যে বিশেষ অনুষ্ঠান প্রচার করেছেন তা আমাদের সকলের কাছে খুব ভাল লেগেছে। আমরাও আমাদের ক্লাবে ঐ দিন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সবাই এক সঙ্গে আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোনচনা করেছি। সে দিন আপনাদের অনুষ্ঠান সম্বন্ধে অনেক পরামর্শও উপস্থাপন করেছি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে বলে আমাদের সবাইয়ের আশা-আকাংক্ষা। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। সত্যিই আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরার্মশ খুব দরকার। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন।

    চুয়াডাঙ্গা জেলার শ্রোতা রাজা মুহম্মদ আলী তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি আপনাদের সকল অনুষ্ঠান পছন্দ করি। কিন্তু এ সব অনুষ্ঠানের মধ্যে মুখোমুখি, মিতালী, চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে ভাল লাগে। আমি আশা করি, সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে। প্রিয় বন্ধু, ধন্যবাদ আপনার প্রশংসার জন্য। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাতে ইতস্তত করবেন। কেননা আমাদের শ্রোতাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত হওয়া অসম্ভব। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন।

    কুষ্টিয়া জেলার শ্রোতা মো: সাইদুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। দীর্ঘকাল ধরে আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আগের চাইতে বাংলা অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। আমাদের ক্লাবের সদস্যরা মাঝা মাঝে এক সঙ্গে বসে আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করে থাকি। সবাই এক মত হয়েছে যে, সি আর আইএর বাংলা অনুষ্ঠান গত দু'বছরের মধ্যে অনেক উন্নত হয়েছে। আগের অনুষ্ঠান মাত্র আধা ঘন্টা। কিন্তু এখন এক ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আমাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমরা চীন সম্পর্কে আগের চাইতে অনেক বেশী জানতে পারি। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি আমাদের একজন পরাতন বন্ধু। আপনার মত পুরাতন ও ভক্ত শ্রোতারা দীর্ঘকাল ধরে আমাদের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। এ জন্য আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আগের মত ভবিষ্যতেও নিয়মিত আমাদরে সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। কোন মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের ভাল ভাল পরামর্শ দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া, আমাদের অনুষ্ঠানের উন্নতি অসব্ভব।

    বগুড়া জেলার শ্রোতা মো: নাজমুল শাহাদত তাঁর চিঠিতে লিখেছেন, আমার ভালবাসা রইল। আমি আশা রাখি সি আর আইএর বাংলা বিভাগের নতুন-পুরাতন কর্মচারীরা সবাই বেশ ভাল আছেন। ভাল থাকাটাই আমি কামনা করি। কারণ আপনারা ভাল না থাকলে অনু্ষ্ঠান প্রচার করবে কে? সি আর আই এর বাংলা অনুষ্ঠান এত ভাল যা অন্য কোন অনুষ্ঠান এত ভাল লাগেনা। এমন কোন রাত নেই যে আমি আপনাদের অনুষ্ঠান শুনি না। সি আর আইএর বাংলা অনু্ষ্ঠান আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। আমি আসলে একজন নতুন শ্রোতা। আমি আপনাদের একজন তালিকাভক্ত শ্রোতা হতে চাই। সি আর আই সম্পর্কে আমার অনেক জানার আছে। দয়া করে আপনাদের অনুষ্ঠান সুচী আমাকে পাঠাবেন। প্রিয় বন্ধু, প্রথমে আপনি এত সুন্দর ও মজা চিঠি লেখার জন্য ধন্যবাদ। এখানে আমি সি আর আইএর বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে আমাদের তালিকাভক্ত একজন শ্রোতা হিসেবে গ্রহণ করি। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। যদি সি আর আই সম্বন্ধে কিছু জানতে চান তাহলে প্রশ্ন আমপনার চিঠিতে লিখে জানাবেন। আমাদের প্রত্যেক বুধবারের মুখোমুখি অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। সুতরাং আমাদের অনুষ্ঠান সম্বন্ধে কোন প্রশ্ন থাকলে অথবা কোন মতামত থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আসলে এটাও আমাদের আশা। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের ভাল ভাল পরামর্শ দরকার। আশা করি আমাদের জানাতে ইস্ততত করবেন না।

    ভারতের পশ্চিম বঙ্গের শ্রোতা শ্যামল কুমার ব্যানার্জী তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। মুখোমুখি, মিতালী , চলুন ঘুরিয়ে আসি, এসো চীনা শিখি অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমার গ্রামে আরও কয়েকজন সদস্য আপনাদের অনুষ্ঠান শুনে। আমরা নিয়মিত এক সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। সময় সময় আমরা আপনাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করে থাকি। খুব মজার লাগে। আপনাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে বলে আমাদের সবাইয়ের আশা-আকাংক্ষা। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। দীর্ঘ দিন ধরে আমাদের অনুষ্ঠান শুনে এসেছেন। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    সিলেট জেলার শ্রোতা মো: আবুবাক্কা সিদ্দিক তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি আপনাদের অনুষ্ঠান খুব মন দিয়ে শুনি। তার চেয়ে ভাল লাগে আপনাদের উপস্থপনা আমাকে আরও সুগ্ধ করে তোলে যেন মনে হয় চীন থেকে আপনাদের কথা শুনতে পাই। আমার প্রকান্ত অনুরোধ আপনারা আমাকে দয়া করে চীন আন্তর্জাতিক বেতারের সদস্য করেন এবং আমি তুমি সে পত্রিকা পাঠাবেন। ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। আমরা কিছু দিন পর নতুন সংখ্যার আমি তুমি সে পত্রিকা শ্রোতাদের কাছে পাঠাবো। আশা করি শীঘ্রই আপনার হতে পৌছবে।