চীনের রেড ক্রস সোসাইটি ৮ জানুয়ারী জানিয়েছে , চীনের রক্ত তৈরী সেল দানকারীদের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে । ফলে চীনের সেল দানকারীদের তথ্য ব্যাংক বিশ্বে চীনা জাতির বৃহত্তম সেল ব্যাংকেপরিণত হয়েছে ।
২০০৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চীনে ৩০টি প্রদেশেশাখা সেল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে । তাছাড়া অনুরূপ সেলের পরীক্ষাগার প্রতিষ্ঠা করা হয়েছে ।
২০০৫ সালের শেষ নাগাদ চীনের রক্ত তৈরী সেল দানকারীদের তথ্য ব্যাংক সাফল্যের সঙ্গে৩০০০ রোগীর সেল পরীক্ষাকরেছে এবং যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও হংকংয়ের রোগীদের পরামর্শমূলক পরিসেবা প্রদান করেছে এবং রক্ত তৈরী সেল সরবরাহ করেছে ।
|