v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-08 19:10:45    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১/৮

cri

 ছাত্রছাত্রীরা বিদেশে লেখাপড়া করতে যাওয়ার জন্য দেশ বাছাই করার সময় বেশির ভাগ ছাত্রছাত্রীই ইউরোপীয় দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কথা প্রথমেই চিন্তা করে। তবে বর্তমানে এ পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। চীন ও ভারতের বিনিময় ও সহযোগিতা ধাপে ধাপে উন্নত হওয়ার ফলে ভারতে লেখাপড়া করতে যাওয়া চীনা ছাত্রছাত্রীদের কাছে একটি নতুন বাছাইয়ে পরিণত হয়েছে। ৮ জানুয়ারী বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 চীনের ফুচিয়ান প্রদেশের সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত চাং চৌ শহর তাইওয়ান দ্বীপের সঙ্গে সমুদ্রের দ্বারা সংযুক্ত। বহু তাইওয়ানবাসীর পূর্ব পুরুষেরা এখানে বসবাস করতেন বলে অনেক তাইওয়ানী ব্যবসায়ী এখানে পুঁজি বিনিয়োগ করতে এসেছেন। চাং চৌ শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানী ব্যবসায়ীদের জীবন ও তাদের ব্যবসায়িক তত্পরতার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে। ১০ জানুয়ারী সমাজ দর্পন আসরে শি চিং উ চাং চৌ শহরের তাইওয়ান বিষয়ক কার্যালয় ও তাইওয়ানী ব্যবসায়ীদের গল্প আপনাদের বলবেন।

 দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত নু চিয়াং নদীর লি সু স্বায়ত্তশাসিত বিভাগে একটি অত্যন্ত রহস্যময় ও আদিম উপত্যকা নু চিয়াং উপত্যকা আছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা এই উপত্যকায় গিয়ে অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন এবং স্বচক্ষে এই নদীর উপত্যকার সৌন্দর্যময় দৃশ্য দেখেছেন এবং লি সু জাতির আকাশ বাণীর মতো মধুর সংগীত শুনেছেন। ১৩ জানুয়ারী ওরা অনন্য আসরে থাং ইয়াও খান নু চিয়াং উপত্যকার এই আকর্ষণীয় সংগীত সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 দীর্ঘকাল ধরে চীনের কৃষকরা শুধু নিজের পারিবারিক শক্তির ওপর নির্ভর করে কৃষি কাজ করতেন। তখন বেশ কিছু আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি কৃষকদের কাছে জনপ্রিয় করে তোলা যেতো না এখন দূর শিক্ষণ নেটওয়ার্ক বিস্তৃত হওয়ার পাশাপাশি অধিক থেকে অধিকতর কৃষক উত্পাদন ও বিক্রির ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভর করছেন। ১২ জুলাই সেই গ্রাম এই জীবন আসরে থাং ইয়াও খান চীনের দূর শিক্ষণ ব্যবস্থা ও কৃষকদের কৃষি জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 গত বছরের মে মাসে চীনের কুয়াংসি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের লিংশান জেলার থাইপিং থানার নাগরিক ফাং ফাংকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং তার আর বেশি সময় নেই, বেশি হলে সে মাত্র দু'মাস বেঁচে থাকতে পারে। এই কথা শোনার পর মৃত্যুর হুমকীর সামনে ফাংফাং তেমন ভয় দেখান নি। কিন্তু তিনি বার বার "লিউ মেই" নামটি ডাকলেন। মৃত্যু আসার মুহুর্তে যে নাম ফাংফাং বারবার ডাকলেন সেই নাম ফাংফাংয়ের মনে কি মনোভাব জাগিয়ে তুলেছে? এই নাম ডাকার সময়ে ফাংফাং কি স্মরণ করেছেন এবং কিসের জন্যে অনুতাপ করেন? ১২ জানুয়ারী কন্যা জায়া জননী আসরে চুং শাও লি "ক্যান্সারে আক্রান্ত হওয়া মা'র ইচ্ছা" শিরোনামে সেই গল্পটি আপনাদের শোনাবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।