৮ জানুয়ারী সাড়ে নয়টায় "মহাসাগর এক নং" বৈজ্ঞানিক পর্যবেক্ষণ জাহাজ পূর্ব চীনের ছিংতাও শহর থেকে রওনা হয়ে চীনের ১৯তম মহাসাগর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কাজ শুরু করেছে।
জানা গেছে, এবারের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের প্রধান কাজ হচ্ছে সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল সংক্রান্ত সম্পদের অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিজ্ঞান ও পরিবেশ তদন্ত করা। তারা দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের কিছু সামুদ্রিক অঞ্চলে কাজ করবেন। এবারের পর্যবেক্ষণ ২২০ দিন চলবে, এ বছরের ১৫ আগস্ট পর্যবেক্ষণ শেষ হওয়ার কথা।
পর্যবেক্ষণ দলের বিজ্ঞানী থাও ছুন হুই বলেছেন, তিনি আশা করেন , এবারের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে সমুদ্রের তলদেশে নতুন হাইড্রোথার্মাল অঞ্চল ও অস্বাভাবিক অঞ্চলে খোঁজ পাওয়া যাবে, ভুগৌলিক, জৈব ও পরিবেশের নমুনা পাওয়া যাবে, যাতে চীনের সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল অঞ্চল আবিষ্কারের শূন্যতা মেটানো যায়।
|