চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৮ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, তিনি আশা করেন চীন ও জাপান দু'দেশের সম্পর্ক উন্নয়নের সুষ্ঠু প্রবণতা অবলম্বন করবে, সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার নতুন পরিস্থিতি গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাবে এবং দু'দেশ ও দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
হু চিন থাওয়ের সঙ্গে সফররত জাপানের কোমেইটো পার্টির প্রধান ওটা আকিহিরোর সাক্ষাত্ করার সময় তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি চীন ও জাপানের পার্টিগুলোর বিনিময়কে গুরুত্ব দেয় । চীন কোমেইটো পার্টিসহ জাপানের বিভিন্ন প্রধান প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করতে ইচ্ছুক। গত বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী আবে সিনজোর চীন সফরের পর চীন ও জাপানের সম্পর্ক স্পষ্টভাবে উন্নত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতার নানা মাত্রার অগ্রগতি অর্জিত হয়েছে।
ওটা আকিহিরো বলেছেন, সম্প্রতি জাপান ও চীনের সম্পর্কের স্পষ্ট উন্নয়ন দেখে জাপান খুব খুশি। তিনি আশা করেন, দু'দেশের উচ্চ পর্যায়ের আসা-যাওয়া অব্যাহত বজায় রাখবে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ক্ষেত্র আরো সম্প্রসারণ করবে, জাপান ও চীনের মৈত্রীর ক্ষেত্রে দেখানো ইতিবাচক উন্নয়নের প্রবণতা সুসংবদ্ধ করবে। কোমেইটো পার্টি জাপান ও চীনের মৈত্রী উন্নয়নের জন্য নতুন প্রচেষ্টা চালাবে।
একই দিনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েনও ওটা আকিহিরোর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|